মুভি রিভিউ: Rattlesnake
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটা মুভি রিভিউ শেয়ার করে নেবো। আজকে আমি যে মুভিটি রিভিউ দেব সেটি হলো "Rattlesnake ". এটি একটি আমেরিকান মুভি। এই মুভিটির কাহিনী হলো একটা Rattle সাপ কে ঘিরে। মরুভূমিতে একটা মেয়েকে এই বিষাক্ত সাপ কামরায় আর এই বিষয়ের উপর আলোকপাত করে কাহিনীটা সাজানো। আশা করি কাহিনীটি পড়লে আপনাদের কাছে ভালো লাগবে।
☬কিছু গুরুত্বপূর্ণ তথ্য:☬
❣মূল কাহিনী:❣
কাহিনীর শুরুতে দেখা যায় ক্যাটরিনা আর একটা ছোট মেয়ে অর্থাৎ মেয়েটি আর তার মা তাদের গাড়িতে ড্রাইভ করে রোড দিয়ে কোথাও একটা জায়গায় যাচ্ছে। এরপর তারা রোডের পাশে একটা ক্যাফেতে বসে কিছু খাওয়াদাওয়া করে নিয়ে আবার তারা যেতে লাগে এবং তারা সাধারণত যে জায়গাটায় যাবে সেই জায়গাটা চেনা ছিল বিধায় লোকেশন অন করেছিল কিন্তু কিছুদূর যাওয়ার পরে শুনশান রাস্তায় নেটওয়ার্ক চলে যায়। জায়গাটা একপ্রকার মরুভূমির মতোও বলা যায় আর তারপর সেখানে তাদের গাড়ির টায়ার লিক হয়ে যায়। মেয়েটির মা টায়ার খুলে ঠিক করছিলো তার মেয়েটি রোডের পাশে গিয়ে খেলছিল আর সেই বিষাক্ত Rattlesnake ছিল ঘাসের আড়ালে লুকিয়ে, ধারে কাছে যেতেই কামড় দিয়ে বসে। মেয়েটি অজ্ঞান হয়ে যায় আর তার মা সাথে সাথে ওখানেই একটা ট্রেলারে দেখতে পায় একটা বয়স্ক মতো মহিলাকে। মহিলাটি তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে বললে মেয়েকে কিছু সময়ের জন্য সেখানে রেখে গাড়ি ঠিক করে নিয়ে আসে। এসে মেয়ের পা চেক করে কিন্তু কামড়ের দাগ আচানক অদৃশ্য হয়ে যায় যেটা অদ্ভুত বিষয় একটা। এরপর ক্যাটরিনা মেয়েটিকে নিয়ে শহরে চলে আসে আর হসপিটালে নিয়ে যায়। কিন্তু ডাক্তার কামড়ের দাগ দেখতে পায় না আর বলে এটা সাধারণত আপনার হ্যালুসিনেশনের জন্য হয়েছে। আর এর ফলে ডাক্তার ক্যাটরিনার প্রেসারও মাপে। এরপর মেয়েটিকে স্যালাইন দিয়ে রাখে এবং হসপিটালে তাদের ভর্তি রাখে।
ক্যাটরিনা তার মেয়েকে হসপিটালে রেখে আবার সেই জায়গাতে যায় এবং সেখানে গিয়ে সেই ট্রেলার আর দেখতে পায় না, রাস্তার অন্যদিকে থেকে একটি ট্র্যাক আসতে দেখে এবং ট্র্যাকটি সেখানে দাঁড়ায় আর একটা লোক ডান্ডা জাতীয় কিছু একটা হাতে করে নিয়ে আসে মারার জন্য। ওইসময় সেই সাপটিকে সেখানে রাগান্বিত অবস্থায় দেখে যেন মনে হয় গিলে ফেলবে এমন অবস্থা। ক্যাটরিনা ভয়ে নিচে পড়ে যায় আর পরে সেই লোকটিকে আর দেখতে পায় না। এরপর ক্যাটরিনা সেখান থেকে চলে আসে আর সে ওই জায়গাটার নামে মার্ডার্স বলে সার্চ দিলে ওই ট্র্যাক ড্রাইভারের ছবি চলে আসে তারপর আরো একজনের ছবি আসে যে হসপিটালে ক্যাটরিনাকে অদৃশ্যের মতো এসে উল্টোপাল্টা বলছিলো। তবে এই জায়গায় একটা কমন জিনিস সে লক্ষ্য করে যে সেখানে কেউ একজন অদৃশ্যের মতো ছিল কিন্তু দেখা যাচ্ছিলো না এক কথায় অস্পষ্ট যাকে বলে। যাইহোক এরপর ক্যাটরিনা তার নিজের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার হসপিটালে আসে। হসপিটালে এসে তার মেয়েকে দেখে আবার বাইরে গিয়ে গাড়িতে বসে। সেখানে একটা ছোট ছেলেকে দেখতে পায় এবং ক্যাটরিনা দেখে যে সে ছেলেটি এসে তার গাড়ির জানালার কাঁচে মাথা ঠুকছে। ক্যাটরিনা এইসব দেখে খুবই টেন্স হয়ে পড়ে আর একটা বারে গিয়ে ড্রিংক করতে লাগে। ড্রিঙ্ক করে বেরিয়ে সে দেখে যে ছেলেটিকে সে দেখেছিলো মাথা ঠুকতে সেই ছেলেটি মিসিং আছে অনেকদিন ধরে।
ক্যাটরিনা পার্কিং স্লট থেকে গাড়ি নিয়ে একজনের পিছু করতে করতে অন্য একটি রোডে চলে যায় এবং সেখানে একজন ফাদারকে দেখতে পায় এবং আগুনে জ্বলতে দেখে। এরপর সেখান থেকে একটা দোকানে যায় যেখানে পিস্তল এইসব বিক্রি হয়ে থাকে। তো সেখানে গুলি আর পিস্তল চায় কিন্তু লাইসেন্স ছাড়া পিস্তল বিক্রি করতে রাজি হয় না লোকটা। ক্যাটরিনা অনেক রিকোয়েস্ট করে যে সে এবং তার উপর হামলা হয়েছে আর মেয়ে হসপিটালে ভর্তি আছে। লোকটি সব শোনার পরেও পিস্তল দিতে রাজি হয় না লাইসেন্স ছাড়া কিন্তু একজনের কাছে পাঠায় যে টাকা নিয়ে পিস্তল বিক্রি করে কোনো কাগজপত্র ছাড়াই। এরপর ক্যাটরিনা সেই ঠিকানায় চলে যায় আর লোকটিকে পয়সা দিয়ে পিস্তল কিনে আনে। সেই পিস্তল নিয়ে একটা ফাঁকা রাস্তায় চলে যায় এবং সেখানে গিয়ে একা একা পিস্তল চালানো প্র্যাক্টিস করতে লাগে। এরপর সে যাদের গাড়ি পিছু পিছু করতে গিয়েছিলো তাদের বাড়িতে চলে যায় ওই বাড়ির লোকটিকে মারার জন্য কিন্তু মারতে পারে না। এরপর লোকটি যখন সোফায় বসে টিভি দেখছিলো তখন ক্যাটরিনা তার রুম থেকে গাড়ির চাবি নিয়ে তার দিকে পিস্তল দেখিয়ে লোকটির কাছে গাড়ির চাবি দেয় এবং গাড়ি চালাতে বলে। গাড়িটিকে নিয়ে তুলিয়া রোড দিয়ে সেই জনশূন্য স্থানে নিয়ে যায়।
লোকটি একপ্রকার ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় গাড়ির ভিতরে। ক্যাটরিনা আবার তার কাছ থেকে চাবি নিয়ে নেয় এবং তাকে গাড়ির থেকে বেরোতে বলে। এরপর লোকটা সুযোগ পেয়ে ক্যাটরিনার উপর ঝাঁপিয়ে পড়ে আর সেখান থেকে বেরিয়ে দৌড়াতে লাগে। ক্যাটরিনা তৎক্ষণাৎ তখন পিস্তল নিয়ে গাড়ির থেকে বেরিয়ে তার উপর গুলি চালাতে লাগে কিন্তু সে পাহাড়ি মতো রাস্তার ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে। ক্যাটরিনা তখন হঠাৎ করে অদৃশ্য একটি মেয়েকে ফোটোগ্রাফি করতে দেখে যাকে মিসিং অবস্থায় দেখতে পেয়েছিলো। এরপর ক্যাটরিনা তার মেয়েকে কিছু বার্তা দেওয়ার জন্য ভিডিও করছিলো কিন্তু সেই লোকটি উপরের থেকে পাথর ছুড়ে মারে মাথায়। লোকটি নিচে এসে পিস্তল কেড়ে নিয়ে ক্যাটরিনাকে মারতে গেলে সেই সাপ তাকে কামড় দিয়ে দেয় আর উপরের থেকে নিচে পড়ে যায়। এরপর ক্যাটরিনা তার কাছে থাকা ছুরি নিয়ে তার কাছে যায় এবং সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে লোকটির গলায় ছুরি বসিয়ে দেয়। এরপর সেইসব মরে যাওয়া লোকগুলিকে লাইন দিয়ে অদৃশ্য অবস্থায় দেখতে পায়। এরপর ক্যাটরিনা সেখান থেকে নিজের গাড়িতে করে আসতে লাগে এবং তখন হাসপাতাল থেকে কল করে বলে যে তার মেয়ে এখন পুরোপুরি ভালো আছে। ক্যাটরিনা দ্রুত বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে সোজা হসপিটালে চলে আসে এবং মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়।
❣ব্যক্তিগত মতামত:❣
এই মুভির কাহিনীটা প্রথম থেকে একটা রহস্য নিয়ে ঘেরা যা শেষ পর্যন্ত না যাওয়া অব্দি বোঝাই যায়না কি হচ্ছে না হচ্ছে। কাহিনীতে তেমন ইন্টারেষ্টিং না থাকলেও এর ভিতরের গভীরভাবে বোঝার অনেক কিছু আছে। এখানে ক্যাটরিনার মেয়েকে যে সাপে কামড় দিয়েছিলো এটা ঠিক কিন্তু তারপর যে মহিলার সাথে মিলেছিল সে ছিল পুরোপুরিভাবে একটা রহস্যময় মহিলা অর্থাৎ এই মহিলা কিন্তু বেঁচে ছিল না। ওখানে ওই তুলিয়া নামক শহরে অনেকে মার্ডার্স হয় আর এই বিষয়টা ক্যাটরিনা পরে দ্বিতীয়বার যখন সেখানে যায় তখন বুঝতে পারে। তবে এখানে হসপিটালে তার মেয়েকে আনার পরে আরো একজন রহস্যময় লোকের সাথে দেখা হয় এবং সে বলে আপনার মেয়ের আত্মাকে রক্ষা করা হয়েছে। আর এর জন্য ক্যাটরিনাকে বলে আপনাকে এটি পরিশোধ করতে হবে এবং সেটি সূর্যাস্তের সময় পর্যন্ত না হলে তার মেয়ে সাপের কামড়ে মারা যাবে বলে হুমকি দিয়ে দেয়। তাই এখানে লাস্টে ওই লোকটিকে মারার উদ্দেশ্য ছিল এই জন্য। লাস্টে যখন লোকটিকে ক্যাটরিনা খুঁজে পাচ্ছিলো না তখন সূর্যাস্তও হয়ে যাওয়ার মতো সময় হয়ে গেছে তাই সে ছুরি দিয়ে নিজের গলাই কেটে দিচ্ছিলো আর তখনি ওই সাপ এসে লোকটিকে কামড় দেয়। লোকটিতো এমনিতেই মারা যেত তাই ক্যাটরিনাও বুদ্ধি করে এই কাজটা করে না ইচ্ছা থাকা সত্বেও। এক কোথায় নিজের মেয়েকে বাঁচানোর জন্য তার এই কাজ করা। ক্যাটরিনা এমনিতেই এইসব বিষয় নিয়ে হ্যালুসিনেশনে ভুগতে থাকে অর্থাৎ যে লোকজন নেই তাদেরই বার বার চোখের সামনে দেখতে লাগে।
❣ব্যক্তিগত রেটিং:❣
০৮/১০
❣ট্রেইলার লিঙ্ক:❣
আজকের মুভিটি বেস্ট ছিলো। মুভির আসল কাহিনী শুরু হয় গাড়ির চাকা লিক হওয়া থেকে। সাপটি যখন ক্যাটরিনার মেয়েকে কামুড় দেয় তঝন আমি মনে করেছিলাম তাহলে হয়তো মারা যাবে মেয়েটি। তবে হসপিটালে যাওয়ার পর ক্যাটরিনার মেয়ের পায়ে কোনো সাপের দাগ দেখা যায় না। আসলে এটা এক প্রকার হ্যালুসিনেশনের কারণে এসব দেখছে। এর পর আরো নানা রকম বিপত্তিকর ঘটনা ঘটেই চলে। যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নাই।
আসলে এই মুভিতে পার্ট বাই পার্ট আকর্ষনের মধ্যে রাখা হয়েছে। আমার কাছে মুভির কাহিনী + অভিনয় দুটোই ভালো লাগছে। আমি ট্রেইলার দেখেছি। খুব ভালো লাগলো। আসলে আমার এই টাইপের মুভিগুলো রাতে দেখতে বেশ ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা,Rattlesnake মুভির অসাধারণ রিভিউ আমাদের উপহার দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ভালোবাসা অবিরাম দাদা। ❣️
সাপের মুভি আমার কাছে অনেক ভালো লাগে।পুরো মুভিটি পড়লাম।বেশ ভালো লাগলো।রহস্য লুকিয়ে আছে কাহিনীতে।আমার কাছে মুভিটা অদৃশ্য থাকাটা কিছুটা ভৌতিক লেগেছে সাপের মুভির সঙ্গে সঙ্গে।
এই মুভিগুলো বরাবরই ব্যতিক্রম হয়ে থাকে।তাঁর জন্য আপনার রিভিউ পড়ার সঙ্গে সঙ্গে মুভিগুলো দেখে নিলে পরিষ্কার বোঝা যাবে।যাইহোক একজন মা অনেক লড়াই ও সাহসের পরিচয় দিয়েছেন এখানে।কাহিনীর শেষ পড়ে ভালো লাগলো আসলে সাপ নামের কিছু ছিল না ওটা একটা রোগ ছিল।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।
আমেরিকান মুভি আমার কখনো দেখা হয়নি। তবে আজকে যখন আপনার এই মুভি রিভিউ পড়ছিলাম তখন মনে হচ্ছিল যেন এখনই এই মুভি দেখে ফেলি।"Rattlesnake" নামক এই মুভি রিভিউটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একজন মা সাহসিকতার সাথে তার সন্তানের জীবন রক্ষা করেছেন। ভয়ঙ্কর সাপের বিভিন্ন দৃশ্য এই মুভিটিতে রয়েছে। তবে অবশেষে ক্যাটরিনা তার মেয়েকে রক্ষা করেছে এবং মেয়ের জীবন ফিরে পেয়েছি এটাই অনেক বড় পাওয়া। একজন মায়ের লড়াই সার্থক হয়েছে। দাদা আপনি অনেক সুন্দর ভাবে এই মুভি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ♥️♥️
Rattlesnake ". আমেরিকান মুভি এই মুভিটি আপনি খুবই সুন্দর ভাবে রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে মুভিটি আমার খুবই ভালো লেগেছে এবং এই মুভিটি দেখার খুব ইচ্ছা জাগল। আমি অবশ্য এই মুভিটি দেখে নেব। তবে মুভি রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এ ধরনের মুভি দেখতে অনেক ভালো লাগে, বিশেষ করে যখন ক্যাটরিনার তার মেয়েকে সাপে কামড় দাগ দেখতে পেল না এবং হাসপাতালে ডাক্তারাও দেখতে পেল না তখনি অদ্ভুত একটা চিন্তা মাথায় আসলো। আসলে ডাক্তাররা সেটা দেখতে পাচ্ছিল না, এই কাহিনী গুলো সত্যিই অদ্ভুত। আমার খুবই ভালো লেগেছে এবং রহস্যময় লেগেছে। যাইহোক মুভিটি আপনি খুবই সুন্দর রিভিউ করেছে। এত সুন্দর একটি মুভি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুভিটি ভালোভাবে বুঝতে পারলাম, এখন আমি মুভি দেখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা আজকের মুভিটির কাহিনী আসলেই রহস্যময়। অনেক কিছুই আমার কাছে অস্পষ্ট রয়ে গেল। সাপটি কি আসলেই বাস্তব ছিল নাকি ভৌতিক কিছু। আর ওই লোক গুলো যাদের হত্যা করেছে তাদের আত্মা সম্ভবত আশে পাশেই ছিল তাই না? যে কারণে তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মেয়েটি সব আত্মা দের দেখতে পেয়েছিল। যাইহোক হলিউড মুভিগুলোর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। আর তা হচ্ছে কাহিনীর বৈচিত্র্যময়তা। এমন কোন কাহিনী নেই যা নিয়ে তারা সিনেমা তৈরি করে না। দারুন লাগলো আজকের রিভিউ। মনে হচ্ছে দেখা যায় এমন ছবি। ধন্যবাদ দাদা।❤️👍
প্রায়ই বিভিন্ন অ্যাডভেঞ্চার মুভি দেখা হয় দাদা এই মুভিটি দেখে ছিলাম হয়তো তবে আপনার এই রিভিউ পড়ে আমি সিওর এই মুভিটা দেখেছি. সত্যি বলতে এরকম গল্প এবং অ্যাডভেঞ্চার মুভি দেখতে আমার অনেক ভালো লাগে তবে এখন পর্যন্ত কোন মুভির রিভিউ করিনি তবে আপনাকে দেখে অনেকটা অনুপ্রাণিত হলাম দাদা। আশা করছি পরবর্তীতে মুভি রিভিউ নিয়ে আসতে পারবো, ধন্যবাদ আপনাকে।।
কাহিনীর শুরুটাই অদ্ভুত ভাবে।
পুরো কাহিনী টি রহস্যে ঘেরা । আমি পড়ছিলাম আর দারুন মজা পাচ্ছিলাম। আজকের মুভি রিভিউটি দাদা দারুন দিয়েছেন। এমন রহস্যে ঘেরা মুভি গুলো দেখতে খুবি ভাল লাগে। অদৃশ্য ভাবে দেখার বিষয় টি আমার কাছে অদ্ভুত লেগেছে। যখন পড়ছিলাম সাপের কামড় অদৃশ্য হয়ে গেছে তখনেই কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে কাহিনী টি রহস্যময়। ট্রেলার দেখার বিষয় টিও দারুন সংযোগজন মুভিতে। মৃত ব্যক্তিদের দেখতে পাওয়া নিয়ে কাহিনী টি সুন্দর সাজিয়েছে।রেটিং ঠিক ঠাক দিয়েছেন। আমি মুভিটি দেখবো । ভাল থাকবেন দাদা শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।
ব্যক্তিগত কারণে মুভি বা ওয়েবসাইটের প্রতি আসক্তি নেই আমার তবে সিয়াম কে দেখেছি প্রায়ই নেটফ্লিক্স এবং বিভিন্ন ওটিটি প্লাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজ মুভি দেখে মাঝে মাঝে। যখন সে দেখে তখন একটু দেখার চেষ্টা করি কিন্তু অতটা বেশি ভালো লাগে না। সবকিছুর তো একটা বয়স থাকে তারপরও আপনার মত আপনার রিভিউটি পড়ে দেখলাম। কাহিনী টা অনেক ভাল ছিল আসলে এরকম অ্যাডভেঞ্চারের গল্প পড়তে ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।।
আগামীতে আরো সুন্দর সুন্দর মুভি রিভিউ আপনার কাছে প্রত্যাশা রাখছি।তবে মাঝে মাঝে শুধু আপনার মুভি রিভিউ গুলো মন দিয়ে দেখা হয়। আপনার সুন্দর সুন্দর মুভি রিভিউ আমাকে আরো বেশি প্রভাবিত করে।ব্যথার আকাঙ্ক্ষা বা পড়ার আকাঙ্ক্ষা টা একটু বাড়িয়ে তোলে।অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এত চমৎকার রিভিউ দেয়ার জন্য♥♥♥
ভাইয়া আমেরিকান মুভি গুলো আমি তেমন একটা দেখিনি। কিন্তু আপনার আজকের মুভি রিভিউ টা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সাপের মুভি গুলো দেখতে অবশ্য আমার খুবই ভালো লাগে। তবে এই ধরনের মুভিগুলো একটি ভয়ঙ্কর। ভাইয়া দেখছি সব সময় ভয়ঙ্কর মুভি গুলোই দেখেন। আজকের পুরো মুভিটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। মেয়েটাকে সাপে কামড় মারলো তারপর মেয়েটার মা তাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নেওয়ার পর দেখল সাপে কামড়ানো জায়গাটা অদৃশ্য হয়ে গেছে। সাপের কামড়ের কিভাবে অদৃশ্য হয়ে গেল এই বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। সময় করে আমি অবশ্যই এই মুভিটা দেখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মুভি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল
দাদা বরাবরের মতো আপনি আজ আমাদের মাঝে মুভি রিভিউ নিয়ে উপস্থিত হয়েছেন। সাপের মুভি দেখতে আমার কাছে ভীষণ ভয় লাগে। তবে এখানে সাপটি আসলে মেয়েটিকে ধ্বংস করার পরে আবার ধ্বংসের জায়গা হাসপাতালে নেয়ার পর শুকিয়ে গেল ব্যাপারটা বুঝতে পারলাম না। ক্যাটরিনা এখানে তার মেয়েকে বাঁচানোর জন্য এই লোকটিকে মারার জন্য তাড়া করে ব্যাপারটি অবশেষে বুঝতে পারলাম। আর বারবার যে ঘটনাগুলো ক্যাটরিনার সাথে ঘটেছে হ্যালুসিনেশনের কারণেই। সেটিও শেষে জানা গেল। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে আপনার আজকের মুভি রিভিউটি। ধন্যবাদ দাদা আমাদের মাঝে এই মুভির রিভিউ শেয়ার করে জানিয়ে দেয়ার জন্য।