আজকের মুভিটি বেস্ট ছিলো। মুভির আসল কাহিনী শুরু হয় গাড়ির চাকা লিক হওয়া থেকে। সাপটি যখন ক্যাটরিনার মেয়েকে কামুড় দেয় তঝন আমি মনে করেছিলাম তাহলে হয়তো মারা যাবে মেয়েটি। তবে হসপিটালে যাওয়ার পর ক্যাটরিনার মেয়ের পায়ে কোনো সাপের দাগ দেখা যায় না। আসলে এটা এক প্রকার হ্যালুসিনেশনের কারণে এসব দেখছে। এর পর আরো নানা রকম বিপত্তিকর ঘটনা ঘটেই চলে। যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নাই।
আসলে এই মুভিতে পার্ট বাই পার্ট আকর্ষনের মধ্যে রাখা হয়েছে। আমার কাছে মুভির কাহিনী + অভিনয় দুটোই ভালো লাগছে। আমি ট্রেইলার দেখেছি। খুব ভালো লাগলো। আসলে আমার এই টাইপের মুভিগুলো রাতে দেখতে বেশ ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা,Rattlesnake মুভির অসাধারণ রিভিউ আমাদের উপহার দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ভালোবাসা অবিরাম দাদা। ❣️