দাদা আজকের মুভিটির কাহিনী আসলেই রহস্যময়। অনেক কিছুই আমার কাছে অস্পষ্ট রয়ে গেল। সাপটি কি আসলেই বাস্তব ছিল নাকি ভৌতিক কিছু। আর ওই লোক গুলো যাদের হত্যা করেছে তাদের আত্মা সম্ভবত আশে পাশেই ছিল তাই না? যে কারণে তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মেয়েটি সব আত্মা দের দেখতে পেয়েছিল। যাইহোক হলিউড মুভিগুলোর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। আর তা হচ্ছে কাহিনীর বৈচিত্র্যময়তা। এমন কোন কাহিনী নেই যা নিয়ে তারা সিনেমা তৈরি করে না। দারুন লাগলো আজকের রিভিউ। মনে হচ্ছে দেখা যায় এমন ছবি। ধন্যবাদ দাদা।❤️👍