সাপের মুভি আমার কাছে অনেক ভালো লাগে।পুরো মুভিটি পড়লাম।বেশ ভালো লাগলো।রহস্য লুকিয়ে আছে কাহিনীতে।আমার কাছে মুভিটা অদৃশ্য থাকাটা কিছুটা ভৌতিক লেগেছে সাপের মুভির সঙ্গে সঙ্গে।
এই মুভিগুলো বরাবরই ব্যতিক্রম হয়ে থাকে।তাঁর জন্য আপনার রিভিউ পড়ার সঙ্গে সঙ্গে মুভিগুলো দেখে নিলে পরিষ্কার বোঝা যাবে।যাইহোক একজন মা অনেক লড়াই ও সাহসের পরিচয় দিয়েছেন এখানে।কাহিনীর শেষ পড়ে ভালো লাগলো আসলে সাপ নামের কিছু ছিল না ওটা একটা রোগ ছিল।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।