তারা সাধারণত যে জায়গাটায় যাবে সেই জায়গাটা চেনা ছিল বিধায় লোকেশন অন করেছিল কিন্তু কিছুদূর যাওয়ার পরে শুনশান রাস্তায় নেটওয়ার্ক চলে যায়। জায়গাটা একপ্রকার মরুভূমির মতোও বলা যায় আর তারপর সেখানে তাদের গাড়ির টায়ার লিক হয়ে যায়।
কাহিনীর শুরুটাই অদ্ভুত ভাবে।
পুরো কাহিনী টি রহস্যে ঘেরা । আমি পড়ছিলাম আর দারুন মজা পাচ্ছিলাম। আজকের মুভি রিভিউটি দাদা দারুন দিয়েছেন। এমন রহস্যে ঘেরা মুভি গুলো দেখতে খুবি ভাল লাগে। অদৃশ্য ভাবে দেখার বিষয় টি আমার কাছে অদ্ভুত লেগেছে। যখন পড়ছিলাম সাপের কামড় অদৃশ্য হয়ে গেছে তখনেই কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে কাহিনী টি রহস্যময়। ট্রেলার দেখার বিষয় টিও দারুন সংযোগজন মুভিতে। মৃত ব্যক্তিদের দেখতে পাওয়া নিয়ে কাহিনী টি সুন্দর সাজিয়েছে।রেটিং ঠিক ঠাক দিয়েছেন। আমি মুভিটি দেখবো । ভাল থাকবেন দাদা শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।