মরুভূমিতে একটা মেয়েকে এই বিষাক্ত সাপ কামরায় আর এই বিষয়ের উপর আলোকপাত করে কাহিনীটা সাজানো। আশা করি কাহিনীটি পড়লে আপনাদের কাছে ভালো লাগবে।
আমেরিকান মুভি আমার কখনো দেখা হয়নি। তবে আজকে যখন আপনার এই মুভি রিভিউ পড়ছিলাম তখন মনে হচ্ছিল যেন এখনই এই মুভি দেখে ফেলি।"Rattlesnake" নামক এই মুভি রিভিউটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একজন মা সাহসিকতার সাথে তার সন্তানের জীবন রক্ষা করেছেন। ভয়ঙ্কর সাপের বিভিন্ন দৃশ্য এই মুভিটিতে রয়েছে। তবে অবশেষে ক্যাটরিনা তার মেয়েকে রক্ষা করেছে এবং মেয়ের জীবন ফিরে পেয়েছি এটাই অনেক বড় পাওয়া। একজন মায়ের লড়াই সার্থক হয়েছে। দাদা আপনি অনেক সুন্দর ভাবে এই মুভি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ♥️♥️