shajon (36)in #poem • 5 years agoমেঘ বৃষ্টি (cloud)মেঘ চাহিতেই বৃষ্টি তুমি হারিয়ে গেছো তাই, আমি, বর্ষা এলেই হাওয়ার মাঝেও তোমায় খুজে পাইshajon (36)in #poem • 5 years agoস্মৃতি ( Memories )নীল আকাশের মুক্ত পাখি অবাক হয়ে চেয়ে দেখি রাত্রী আকাশে তারার জ্বলা মুগ্ধ করে, জুড়ায় আঁখি | সন্ধ্যা তারার…shajon (36)in #poem • 5 years agoনীলাঞ্জনা ( Nilanjona )দিগন্ত ছাড়িয়ে বহুক্রোশ দূরে নীলাঞ্জনার বসবাস, চোখ মেলিয়েও খুঁজিয়া না পাই তবুও ঘিরেছে চারিপাশ | চোখ বুজলেই…shajon (36)in #poem • 5 years agoসমাপ্ত ( The End )একদিন সব শেষ হবে, আকাশের তারা আলো হারাবে মেঘ হারাবে বৃষ্টি কণা, জানা গান সুর হারাবে কথা গুলা শব্দ হারাবে, আর…shajon (36)in #poem • 5 years agoউড়ে যাবে সে অজানায় ( Unstoppable )সকাল সন্ধ্যা, নীড়ে ফেরেনা ঘুমটা কি যে হলো এই মনটা, কথা শোনেনা একটা | গান গেয়ে ডাকি, গল্প সোনাই জেদ ধরে থাকে…shajon (36)in #poem • 5 years agoহাসি ....( Smile )এ হাসি মুখোশধারী অন্নাভাবেও হাসতে জানে, অন্ধকারে ,বৰ্জ্রপাতে ভয়ের মাঝেও হাসতে জানে, প্রখর রোদে, তপ্ত হয়ে…shajon (36)in #poem • 5 years agoমুক্ত পাখিসত্য মিথ্যার দ্বন্ধদ্বারে সরলতার ঠাই নাই, ঘুম জাগা ব্যস্ত শহরে সুস্বপ্নের হাহাকারে রক্ত বর্ণ আঁখি| কে বেশি সুখী…shajon (36)in #poem • 5 years agoঅপেক্ষাসুরের অভাবে কথা গুলো ছন্দ হারা দিক হারিয়ে পথিক আজও পথহারা, বিশ্বাসের দ্বারে যদি তালা থাকে কলিজায় কালিমার দাগ…shajon (36)in #poem • 5 years agoমেঘ ( Cloud )মেঘ একটাই, কখনও সাদা, কখনও কাল, তফাৎ! আধার আর আলো |shajon (36)in #poem • 5 years agoBusy City, Busy lifeফিরতেই হবে, বেস্ত শহরে যেখানে কোটি মানুষের ভিরেও আমি একা, হাজার রাস্তার মাঝেও নিজের পথহারা, সাদ আল্লাদ ইচ্ছের…shajon (36)in #poem • 5 years agoCloudএ মেঘে দোষ লেগেছে বরষায় ভিজতে বারণ, ডাকিছে হিমেল হাওয়া- মানেনা কোনো কারণ | কিভাবে বোঝাই তারে বোঝেনা অবুঝ এ মন | এ মেঘে...shajon (36)in #life • 5 years agoজীবনমানুষ ডুবে যায়, মরে যায় অথৈ জলে, কেও ডোবে চোখের নীলিমায় | কেও বা আঁধারে দিক হারায়, কেও হারায় কালো কেশে | কিসে…shajon (36)in #nuclear • 6 years agoNuclear technology ( effective or threat )We have been living in the nuclear age now for over half a century. Since the first atomic bombs were developed…shajon (36)in #children • 6 years agoPunishment for the children?!Now a days children have become smarter than the previous days. It is easy to make them understand the difference…shajon (36)in #poem • 6 years agoআত্মবিচারমনে উত্থান মনেই পতন ক্ষণিক সময়ে কতোবা যতন, রুদ্ধশাসে উঠিতে চাহিয়া আত্মার কেন অঝোর রোদন !?! সময় বলিছে শেষের…shajon (36)in #poetry • 6 years agoআত্মবিলাপ (পর্ব 1 )আত্মবিলাপ (পর্ব 1) ....আপন ! আপন ! যাবি কি সাথে ! ....নিবি আমায় ! কোথায় যাবি ? উঁচু পাহাড়ে ? নাকি সমুদ্র দেখতে …shajon (36)in #poem • 6 years agoমনাধার (The Soul )আবৃতি তার সঙ্গসাথী বংশীতে সাধন সুরের সাথে ভাব লাগানো সুখের অন্নেষণ | তাহার চোখেতে সত্য মুখেতে মিথ্যা…shajon (36)in #poem • 6 years agoশুদ্ধ মনোশক্তি pure strong heart .....হিনা সৎ মন ঘৃণা নিয়ে যত ঘোরে লাখোজন কুকুরের মতো,, হাত বারবার বাণী নেই মুখে ভিখারিকে দেখে ভিখারির চোখে |||…shajon (36)in #poem • 6 years agoবাস্তবতা ... reality of life ....অবুঝ মনের হাজার কথায় গহীন তন্দ্রা স্বপ্ন দেখায়, বোঝেনা শিকল বেঁধেছে দুপায় জীবন যুদ্ধ বাস্তবতায় .,,, ইচ্ছে…shajon (36)in #poetry • 7 years agoআমার শহরে বন্দি আমিধুলো মাখা শহরে গহীন রাতে নীরবে একা থাকার বাহানা খুঁজি আকাশপানে জোস্না দেখি চিন্দ্রিমার রহস্য খুঁজি সুখতারার…