আমার শহরে বন্দি আমি

in #poetry6 years ago

 ধুলো মাখা শহরে
গহীন রাতে নীরবে
একা থাকার বাহানা খুঁজি
আকাশপানে জোস্না দেখি
চিন্দ্রিমার রহস্য খুঁজি
সুখতারার সুখ খুঁজি।
প্রতিবারই যেন নতুন লাগে ,
মনে হয় সব মায়ার জালে
টানিছে আমায় সুরের তালে
সাধক আমি সাধনা আমার
হাতছানি দিয়ে ডাকে ,
কতক্ষন রাখি বন্দি নিজেকে
কতক্ষন রাখি বন্দি নিজেকে। 

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 95625.14
ETH 3355.68
USDT 1.00
SBD 3.05