উড়ে যাবে সে অজানায় ( Unstoppable )

in #poem5 years ago (edited)

সকাল সন্ধ্যা, নীড়ে ফেরেনা ঘুমটা 

কি যে হলো এই  মনটা,

কথা শোনেনা একটা  |

গান গেয়ে ডাকি, গল্প সোনাই

জেদ ধরে থাকে একটাই,

উড়ে যাবে সে অজানায় 

উড়ে যাবে সে অজানায় |


তুই বল, দাবানল কবে মুক্ত হবে এ নীড়ে 

দাউ দাউ করে জ্বলছে আগুন 

ছাই হয়ে ওড়ে এ ভিড়ে ,,

সুর তাল, বেসামাল 

যত ছিল মনে ভরা উল্লাস 

স্তব্ধ সব, দগ্ধ সব

মন হারা এই দেহ লাশ  |


মন, ফিরে আয় তুই ফিরে আয়

হারাসনা ভুল ঠিকানায় --|

মানেনা কারণ শোনেনা বারণ

উড়ে যাবে সে অজানায় 

উড়ে যাবে সে অজানায় ------

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 95625.14
ETH 3355.68
USDT 1.00
SBD 3.05