নীলাঞ্জনা ( Nilanjona )

in #poem5 years ago (edited)

দিগন্ত ছাড়িয়ে বহুক্রোশ দূরে 

নীলাঞ্জনার বসবাস, 

চোখ মেলিয়েও  খুঁজিয়া না পাই 

তবুও ঘিরেছে চারিপাশ |


চোখ বুজলেই কাছে পাই তারে

আসিয়া দাঁড়ায় মনের দুয়ারে 

মুগ্ধ হাসিতে মুক্তো ছড়িয়ে 

স্বপ্নেই তার বসবাস |

আর ঘিরিয়ে রেখেছে চারিপাশ |


মনে  উল্লাস , জয়ও উচ্ছাস 

তুমি স্বপ্নেই রয়ে যেয়ো,

মনের মতন সাজাবো তোমায় 

আমার হয়ে রয়ো |

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.036
BTC 100563.84
ETH 3104.93
SBD 4.74