আত্মবিলাপ (পর্ব 1 )

in #poetry6 years ago (edited)

আত্মবিলাপ (পর্ব 1)

....আপন ! আপন ! যাবি কি সাথে  !

....নিবি আমায়  ! কোথায় যাবি ? উঁচু পাহাড়ে ? নাকি সমুদ্র দেখতে ?

.... না পাহাড়, না সমুদ্র, না গগন, না রৌদ্র, ডাকছি তোকে  সুখ খুঁজতে  |

.... বেশ তো আছি | আরো কি চাই |    চাওয়ার তো কোনো শেষ নাই |

....তুই তো হাসিস, দুঃখে কাঁদিস ,আমার কথা কখন ভাবিস ?

.... কেনো ! মনে নেই ? ওই তো সেকালে অনেক হাসলি, সুখভরা কত গান গাইলি, ঘুরে  বেড়ালি স্বপ্ন দেখলি, নতুন  অজানা পথে হাটলি,, আমিও তো ছিলাম,,,  মনে নেই !

..... থাকবেনা আবার ? খেয়াল রেখেছিলি সবার | কষ্ট হলেও বুঝতে দিসনি ....এক দেহ এক আত্মা সেকথার অনড় করিসনি |

.....তবে !? তবে কেনো?  যে চোখে তোর এতো ভক্তি সে  চোখে কেনো  এতো আকুতি | বলনা আমায় ! সে সুখ তোর গেলো কোথায় ?!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 95625.14
ETH 3355.68
USDT 1.00
SBD 3.05