"রোদনভরা এ বসন্ত" ♡ ♥💕❤

in আমার বাংলা ব্লগ3 years ago


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "রোদনভরা এ বসন্ত"


বসন্ত সমাগত, হে প্রিয়া তবু কেন দূরে থাকো ?
আজি দখিনা হাওয়া বড়োই চঞ্চল,
চারিদিকে শুনি শুধু প্রেমেরই গুঞ্জন ।
প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?

চতুর্দিকে আজি দেখো কি রঙের বাহার,
রক্ত পলাশ , শিমুল আর মহুয়া ফুলের মাদকতা ।
হাওয়ায় হাওয়ায় শোনো পাখিদের গান,
মনটা কি তোমার হয়না এতটুকুও চঞ্চল?
আমি যে তোমায় ভালোবাসি,
সে কথাটি কেনো তুমি শুধু ভুলে যাও বারংবার?

চারিদিকে এত যে রঙ, এরই মাঝে বিবর্ণ শুধু আমার হৃদয়খানি ;
কোনো রঙ নেই সেথায়, ধূসর ধূলিময় ।
কত যুগ যেনো দেখি না তোমায়,
ফিরে এসো ওগো বন্ধু;
তোমার অধর স্পর্শে রাঙিয়ে তোলো
বিবর্ণ ধূলিময় ব্যথাতুর এ হৃদয় ।

অরণ্যের আকাশে সাঁঝের প্রদীপ জ্বেলে
দেখো আজ ওই চাঁদ ওঠেছে ।
প্রদোষের চন্দ্র আজ রুপালি মোটেই নয়,
রক্ত পলাশের মত টকটকে যেন সাজ তার ।
চাঁদের আদিম রক্ত বইছে আমাদেরই শিরায় শিরায়;
আজ আমি বন্য, উদ্দাম, উত্তাল ।

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে ।

আমিই তোমার পুরুষ আর তুমিই আমার নারী,
এসো দু'জনে আজ এখানে প্রেমের স্বর্গ গড়ি ।
💘


♡ ♥💕❤

Sort:  
 3 years ago 

চারিদিকে এত যে রঙ, এরই মাঝে বিবর্ণ শুধু আমার হৃদয়খানি ;
কোনো রঙ নেই সেথায়, ধূসর ধূলিময় ।
কত যুগ যেনো দেখি না তোমায়,
ফিরে এসো ওগো বন্ধু;
তোমার অধর স্পর্শে রাঙিয়ে তোলো
বিবর্ণ ধূলিময় ব্যথাতুর এ হৃদয় ।

কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে। ভালোবাসার অস্পর্শ অনূভুতি বর্হিপ্রকাশ ঘটিয়েছেন।ভালোবাসার মানুষের দূরত্বতার অন্তনির্হিত বিষয় ও হৃদয়ের চাহনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। ও হে ও কবি আমি তোমার কবিতার প্রেমে মুগ্ধ হলাম।❤️❤️❤️

 3 years ago 

দাদা আপনার কবিতা পড়ে সুফিয়া কামালের কবিতা কথা মনে পড়ে কেন "হে কবি নীরব কেন বসন্ত এসেছে ধরায়"। কিন্তু আপনি নীরব থাকেন নি ।চারিদিকে ফুলে ফুলে ভরা এ পরিবেশটাকে সত্যি বসন্তের আগমন। বসন্ত এমন একটি ঋতু যা সত্যি ভালোবাসার এক ধরনের বহিঃপ্রকাশ ঘটায়। এসময় প্রকৃতি নব রূপে সাজে। বসন্ত দার দখিনা বাতাস কে আমাদের মনে এমনভাবে দোলা দিয়ে যায় যা সত্যি প্রশান্তি বয়ে নিয়ে যায় । আপনার কবিতার প্রতিটি লাইন বসন্ত ভালবাসার সংমিশ্রণে সেই প্রিয় মানুষটির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা বসন্তের শুরুতে আপনার কাছ থেকে পাওয়ার জন্য ।

 3 years ago 

বসন্ত সমাগত, হে প্রিয়া তবু কেন দূরে থাকো ?
আজি দখিনা হাওয়া বড়োই চঞ্চল,
চারিদিকে শুনি শুধু প্রেমেরই গুঞ্জন ।
প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?

দাদা আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর লিখছেন দাদা। কবিতাটি পড়ে নিজে কিছুটা জ্ঞান অর্জন করতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago (edited)

ওয়াও দাদা এত সুন্দর কবিতা 😲
আমিতো পুরো কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেছি।
শেষের লাইন দুটি আমার কাছে একটু বেশিই ভালো লাগলো। ভাবতেই ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। আশা করি পরবর্তীতে ও এমন সুন্দর সুন্দর কবিতা আমরা পাব।

 3 years ago 

অসাধারণ, অনন্য, অনবদ্য প্রকাশ।
♥♥

 3 years ago (edited)

দাদা,এই কবিতাটি আমি বসে বসে তিনবার পড়লাম।কিছু শব্দের অর্থ আমার অজানা,কিন্তু সবকিছু আমার খুবই ভালো লেগেছে। শেষের ২ লাইনে আপনি পুরো কবিতার মূল ব্যাখ্যা দিয়েছে,সবকিছুর পরও একটাই চাওয়া। খুব ভালো লাগলো দাদা,অনেক দিন পর আপনার কাছ থেকে কবিতা উপহার পেলাম।

 3 years ago 

দাদা আপনার কবিতাটি অসাধারণ হয়েছে আর আপনার কবিতাটি পড়ে মনে হচ্ছে বসন্ত এসে গেছে, সবার মনে বসন্তের হাওয়া লেগেছে।

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে ।

দাদা আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। শুধু একবার না বারবার পড়ার পরও মনে হচ্ছে একবার পড়লাম। আপনার কবিতা লিখনি চমৎকার ভাবে ফুটে উঠেছে। বসন্তের এই দিন গুলোতে আসলেই সবার মন চঞ্চল হয়ে ওঠে। প্রকৃতি নবরূপে সাজে আমাদের মন এক ধরনের দোলা দিয়ে যায় প্রশান্তির হাওয়া।। এতো সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।

দাদা আপনার কবিতার মাঝে যে ভালবাসার আভাস মিশে আছে তা সকল প্রেমিক যুগলের হৃদয়ে ভালবাসার দোলা দিয়ে যায়। আপনার প্রিয় যদি আপনার এই কবিতা পড়ে তাহলে বারবার মুগ্ধ হবে ও আপনার প্রেমে পড়বে। এই কবিতায় হৃদয়ের অগোছালো কথাগুলো সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। ভালোবাসা ও শুধুই ভালবাসা মিশা আছে এই কবিতার মাঝে। দারুন একটি কবিতা আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?

  • আসলে বাস্তবতার কাছ থেকে সকলকে হেরে যেতে হয় কেউবা জিতে যায় আসলে এই প্রকৃতির নিয়মে কেউ প্রিয় মানুষটা পায়।কেউ পায় না। এই বাস্তবতার জন্যই প্রিয় মানুষকে হারিয়ে দূরে থাকতে হয়। সত্যিই অনেক কষ্ট হৃদয় স্পর্শক লাইন ছিল।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.23
JST 0.037
BTC 101667.42
ETH 3264.89
SBD 4.89