প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?
- আসলে বাস্তবতার কাছ থেকে সকলকে হেরে যেতে হয় কেউবা জিতে যায় আসলে এই প্রকৃতির নিয়মে কেউ প্রিয় মানুষটা পায়।কেউ পায় না। এই বাস্তবতার জন্যই প্রিয় মানুষকে হারিয়ে দূরে থাকতে হয়। সত্যিই অনেক কষ্ট হৃদয় স্পর্শক লাইন ছিল।