You are viewing a single comment's thread from:

RE: "রোদনভরা এ বসন্ত" ♡ ♥💕❤

in আমার বাংলা ব্লগ3 years ago

চারিদিকে এত যে রঙ, এরই মাঝে বিবর্ণ শুধু আমার হৃদয়খানি ;
কোনো রঙ নেই সেথায়, ধূসর ধূলিময় ।
কত যুগ যেনো দেখি না তোমায়,
ফিরে এসো ওগো বন্ধু;
তোমার অধর স্পর্শে রাঙিয়ে তোলো
বিবর্ণ ধূলিময় ব্যথাতুর এ হৃদয় ।

কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে। ভালোবাসার অস্পর্শ অনূভুতি বর্হিপ্রকাশ ঘটিয়েছেন।ভালোবাসার মানুষের দূরত্বতার অন্তনির্হিত বিষয় ও হৃদয়ের চাহনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। ও হে ও কবি আমি তোমার কবিতার প্রেমে মুগ্ধ হলাম।❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97161.42
ETH 3477.12
USDT 1.00
SBD 3.11