You are viewing a single comment's thread from:

RE: "রোদনভরা এ বসন্ত" ♡ ♥💕❤

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে ।

দাদা আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। শুধু একবার না বারবার পড়ার পরও মনে হচ্ছে একবার পড়লাম। আপনার কবিতা লিখনি চমৎকার ভাবে ফুটে উঠেছে। বসন্তের এই দিন গুলোতে আসলেই সবার মন চঞ্চল হয়ে ওঠে। প্রকৃতি নবরূপে সাজে আমাদের মন এক ধরনের দোলা দিয়ে যায় প্রশান্তির হাওয়া।। এতো সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.23
JST 0.037
BTC 102244.90
ETH 3285.65
SBD 4.79