মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো।
কথায় আছে যে আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো ভাঙবেন না। এই কথাটি তো আমরা অনেক শুনেছি সত্যি বলে মানুষকে কাঁদানো ভালো। কিন্তু মিথ্যা কথা বলে মানুষকে হাসানো ঠিক নয়। ক্ষনেকের জন্য মিথ্যা কথা বলে হয়তোবা আমরা মানুষকে হাসাতে পারি। কিন্তু একটি সময় কিছু সত্যি সেই মানুষটি জানতে পারলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাই সব সময় যে কোনো সম্পর্কের মধ্যেও সত্যিটা থাকা অনেক গুরুত্বপূর্ণ।
একটি মানুষ অন্য মানুষকে বিশ্বাস করে বলে সম্পর্ক তৈরি হয়। এবং এই সম্পর্কের শুরুতে যদি মিথ্যা দিয়ে শুরু হয় তাহলে সেই সম্পর্ক বেশি দিন থাকে না। তাই সব সময় মানুষকে সত্যি বলে সম্পর্ক তৈরি করা ভালো। এটা আমার নিজের ব্যক্তিগত ভাবে মনে হয়। যে সম্পর্কটা মিথ্যা দিয়ে তৈরি হয় সেই সম্পর্কের মধ্য শুধু মিথ্যাই থেকে যায়।
অনেকের জীবনে অনেক অতীত থাকে অতীত গুলো ভুলতে চাইলেও আমাদের পেছনে কিন্তু থেকে যায়। আমরা মানুষের কাছে লুকিয়ে রাখলেও একটি সময় সব কিছু সামনে চলে আসে। তাই এই অতীত গুলো সবার সামনে নিয়ে এসে তার সাথে সম্পর্ক তৈরি করাই ভালো। কারণ যে মানুষটি আপনার ওপর বিশ্বাস করে তার বিশ্বাস সারা জীবন থেকে যাবে।
এবং আপনি তাকে সত্যি কথা বলে দিবেন সে যদি আপনার কাছে থেকে যায়। বুঝবেন সে আপনার সত্যিই ভালোবাসে। এবং তার চেয়ে বিশেষ বড় কথা আপনি সম্পর্ক শুরুটা করেছেন সত্যি দিয়ে। যে সম্পর্কের মধ্যে কোন মিথ্যা নেই। আপনার মুখ থেকে সে শুনে আপনার সাথে সম্পর্কে জড়িয়েছে। তার কখনো কিছু বলার থাকবে না কারণ সে আপনার অতীত জানে আপনার সাথে আছে।
অনেকেই অনেক সময় মিথ্যা বলে নিজের অতীত লুকিয়ে সম্পর্ক বা নিজেকে ভালো করে রাখে। কিন্তু একটি সময় সেই মানুষটির অতীত গুলো অন্য মানুষের মাধ্যমে যদি জানতে পারে তখন সেই সম্পর্কটি নষ্ট হয়ে যায়। কারণ এই সম্পর্ক গুলো সুর হয়েছিল মিথ্যা দিয়ে। জীবন যুদ্ধে অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যায়। কিছুটা খারাপ ঘটনা ঘটে যায় কিছুটা ভালো ঘটনা ঘটে যায়।
সব কিছু যে নিজের ইচ্ছাতে হয় তা কিন্তু নয়। আবার কিছু কিছু ঘটনা নিজের কারণে হয়ে থাকে। তবে সত্যি কথা বলে চললে নিজের দোষ অনেকটা কমে যায়। তাই নিজেকে ভালো প্রমাণ করার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয়। একটি মানুষের সাথে অন্য মানুষ সম্পর্কের মাধ্যমে সারাটি জীবন থাকতে চাই। সেখান থেকে হয়তো বা কারো জীবন সঙ্গিনী পেয়ে যায়। এই সম্পর্ক তৈরি করে নিজের লাইফ পার্টনার খুঁজে নিতে হয়।
তাই এই পবিত্র সম্পর্কের মধ্যেও মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যি কথা বলে এগিয়ে যাওয়া ভালো। যে কোনো সম্পর্ক সব সময় সত্যি দিয়ে তৈরি হলে। সারাটি জীবন সেই সম্পর্ক থেকে যায় সেই সম্পর্ক নষ্ট হয় না। তাই আপনাদের জীবন সঙ্গী কে সব সময় সত্যি কথা বলবেন। যে মানুষটির সাথে সারাটি জীবন থাকবেন। তার সাথে সব সময় সত্যি কথা বলে চলবেন দেখবেন সেও আপনাকে সম্মান করবে।
@baizid123 আপনার সাধারণ শব্দ চয়নের মধ্যে দিয়ে যে অসাধারণ বার্তা আপনি দিয়েছেন ভাই আমি গর্বিত আপনাকে ভাই ডেকে।
আপনার প্রত্যেকটা কথাই ভীষণ ভাবে মন ছুঁয়ে গেছে। আমিও এই একই নীতিতে হাঁটা মানুষ।
আগে তিতা, পিছে মিঠা! সামনে যারা বেশি আন্তরিকতা দেখায় বা প্রশংসা করে তারা বেশিরভাগ পিছনে সমালোচনায় সামিল হয়।
অথচ সোজা কথা সোজা ভাবে বলা মানুষগুলো অপ্রিয় হলেও একদিন অনেকেই বুঝবে এটা পিছনে নিন্দা করে না, আর কাউকে খুশি করতে কিছু বলে না, যেটা বলে সেটা মন থেকেই, ভালো হোক বা মন্দ।
তবে, মনে আঘাত দেবার পক্ষপাতী আমি নই, যদি অজান্তে দিয়ে ফেলি আলাদা কথা কিন্তু সজ্ঞানে দেওয়া উচিত নয়।
কাউকে পছন্দ না হলে পথ বদলে ফেলা তার চাইতে ঢের বেশী ভালো।
Curated by : @miftahulrizky
যে মানুষটি মানুষের মুখের সামনে অতি সত্য কথা বলে সে সব সময় মানুষের কাছে খারাপ হয়ে থাকে এটা আমরা উপলব্ধি করতে পারি। এবং যে মানুষটি শোনে তার কাছে তিতা লাগতে পারে এটা আমরা সবাই জানি। এবং আপনার সাথে চলার পথে যতটুকু দেখেছি সব সময় সত্য কথা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সত্তর কাছে আপনি কখনো মাথা নতো করেননি এটা আমি জানি। এবং দিদি সত্য কথা বলতে আমিও এটা সব সময় চেয়ে এসেছি। এবং আমি এটা বুঝতে পারি মানুষের কাছে সত্য বলে কাঁদানো ভালো কিন্তু মিথ্যা বলে ঠকানো ভালো নয়। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি অনেক মূল্যবান সময় দিয়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা মিথ্যা বলতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে বর্তমান সময়ে ভালোবাসাটা হচ্ছে একটা খেলনা পুতুলের মত যতক্ষণ ইচ্ছে হলো মিথ্যা বলে ভালবাসার খেলনা হিসেবে খেলে নেয়া যায় কিন্তু এটা করা মোটেও ঠিক না একটা মানুষের মন ভেঙ্গে দিয়ে আমরা কি পাই সেই মানুষটা সারা জীবন কষ্ট পায় বিশেষ করে যারা সত্যিকারের ভালোবাসা।
ঠিক তেমনি পারিবারিক ক্ষেত্রেও হয়ে থাকে কাউকে আশ্বাস দিয়ে তার বিশ্বাস ভেঙে ফেলাটা বর্তমান সময়ের একটা নেশায় পরিণত হয়েছে তাই তো মানুষ এখন বিশ্বাস করাটা থেকে অনেক বেশি বিরত থাকে আমি মাঝে মাঝেই বলি বিশ্বাস করব না কিন্তু কেউ একটু মিষ্টি করে কথা বললেই তাকে আবার বিশ্বাস করি।
আপনি যদি কাউকে কোন কিছু দিতে না পারেন কাউকে ভালবাসতে না পারেন তাহলে সরাসরি বলে দেয়াটা উত্তম শুধু শুধু মিথ্যা বলে তার জীবনের আশা বাড়িয়ে দিয়ে তার জীবনটাকে নষ্ট করে দেয়ার কি দরকার এটা সবাই বুঝতে চায় না তাই তো আজকে আপনার সাথে আমিও সহমত পোষণ করছি কাউকে মিথ্যা বলে হাসানোর চাইতে সত্যিটা বলে কাঁদিয়ে দেয়াটাই উত্তম হয়তোবা সেই মানুষটা কিছুক্ষণ কান্না করবে পরে আবার ঠিক হয়ে যাবে ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।
একদমই ঠিক কথা আপনি আমার পোষ্টের কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আপনার কমেন্টে আমার মনে ছুয়ে গেছে। বাস্তব কিছু কথা আপনার কমেন্টের মধ্যেও আমি পেলাম। বর্তমান সময়ে ভালোবাসার নামে বিশ্বাস ভাঙ্গা ভাঙ্গি হয়ে থাকে। একটি মানুষ ঠকে গেলে হয়তো বা অন্য মানুষ আরেকটি মানুষকে বিশ্বাস করতে চায় না। তবে কিছু কিছু মানুষ এমন দেখা যায় সবাই সমান হয় না। এবং এটা একদম অতি বাস্তব কথা মানুষকে সত্য বলে কাঁদানো ভালো। কিন্তু মিথ্যা বলে হাসান ও ভালো নয় কারণ সত্যটা একটু সময় সবার সামনে চলে আসে মিথ্যা কখনো লুকানো থাকে না।
আজকে আপনি আপনার লেখায় একটা চমৎকার জিনিস তুলে ধরেছেন। মানুষকে মিথ্যা বলার চেয়ে সত্যি বলাটা অনেক জ্ররুরি।মিথ্যে দিয়ে হয়তো আমরা খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারবো কিছু সেই সম্পর্ক সাময়িক সময়ের জন্য হবে।কারন কখনো না কখনো সত্যিটা বের হয়ে যাবে।
এত চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
একদমই তাই মিথ্যা বলে একটি সম্পর্ক গড়ে তুললে সে সম্পর্কের মধ্যে ভয় কাজ করে সব সময় এবং যখন অন্য মানুষের কাছ থেকে জানতে পারবে সত্যটা তখন সে আমাদের উপরে বিশ্বাসটি আর রাখবে না এবং সেই সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই সব সময় সত্য বলে মানুষকে বিশ্বাসের আওতায় নিয়ে আসা ভালো কিন্তু মিথ্যা আশা দিয়ে কাছে আসা ভালো না আমার এটা মনে হয় চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।