RE: মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো।
বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা মিথ্যা বলতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে বর্তমান সময়ে ভালোবাসাটা হচ্ছে একটা খেলনা পুতুলের মত যতক্ষণ ইচ্ছে হলো মিথ্যা বলে ভালবাসার খেলনা হিসেবে খেলে নেয়া যায় কিন্তু এটা করা মোটেও ঠিক না একটা মানুষের মন ভেঙ্গে দিয়ে আমরা কি পাই সেই মানুষটা সারা জীবন কষ্ট পায় বিশেষ করে যারা সত্যিকারের ভালোবাসা।
ঠিক তেমনি পারিবারিক ক্ষেত্রেও হয়ে থাকে কাউকে আশ্বাস দিয়ে তার বিশ্বাস ভেঙে ফেলাটা বর্তমান সময়ের একটা নেশায় পরিণত হয়েছে তাই তো মানুষ এখন বিশ্বাস করাটা থেকে অনেক বেশি বিরত থাকে আমি মাঝে মাঝেই বলি বিশ্বাস করব না কিন্তু কেউ একটু মিষ্টি করে কথা বললেই তাকে আবার বিশ্বাস করি।
আপনি যদি কাউকে কোন কিছু দিতে না পারেন কাউকে ভালবাসতে না পারেন তাহলে সরাসরি বলে দেয়াটা উত্তম শুধু শুধু মিথ্যা বলে তার জীবনের আশা বাড়িয়ে দিয়ে তার জীবনটাকে নষ্ট করে দেয়ার কি দরকার এটা সবাই বুঝতে চায় না তাই তো আজকে আপনার সাথে আমিও সহমত পোষণ করছি কাউকে মিথ্যা বলে হাসানোর চাইতে সত্যিটা বলে কাঁদিয়ে দেয়াটাই উত্তম হয়তোবা সেই মানুষটা কিছুক্ষণ কান্না করবে পরে আবার ঠিক হয়ে যাবে ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।
একদমই ঠিক কথা আপনি আমার পোষ্টের কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আপনার কমেন্টে আমার মনে ছুয়ে গেছে। বাস্তব কিছু কথা আপনার কমেন্টের মধ্যেও আমি পেলাম। বর্তমান সময়ে ভালোবাসার নামে বিশ্বাস ভাঙ্গা ভাঙ্গি হয়ে থাকে। একটি মানুষ ঠকে গেলে হয়তো বা অন্য মানুষ আরেকটি মানুষকে বিশ্বাস করতে চায় না। তবে কিছু কিছু মানুষ এমন দেখা যায় সবাই সমান হয় না। এবং এটা একদম অতি বাস্তব কথা মানুষকে সত্য বলে কাঁদানো ভালো। কিন্তু মিথ্যা বলে হাসান ও ভালো নয় কারণ সত্যটা একটু সময় সবার সামনে চলে আসে মিথ্যা কখনো লুকানো থাকে না।