You are viewing a single comment's thread from:

RE: মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো।

in Incredible India19 days ago

আজকে আপনি আপনার লেখায় একটা চমৎকার জিনিস তুলে ধরেছেন। মানুষকে মিথ্যা বলার চেয়ে সত্যি বলাটা অনেক জ্ররুরি।মিথ্যে দিয়ে হয়তো আমরা খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারবো কিছু সেই সম্পর্ক সাময়িক সময়ের জন্য হবে।কারন কখনো না কখনো সত্যিটা বের হয়ে যাবে।
এত চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

Sort:  
 18 days ago 

একদমই তাই মিথ্যা বলে একটি সম্পর্ক গড়ে তুললে সে সম্পর্কের মধ্যে ভয় কাজ করে সব সময় এবং যখন অন্য মানুষের কাছ থেকে জানতে পারবে সত্যটা তখন সে আমাদের উপরে বিশ্বাসটি আর রাখবে না এবং সেই সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই সব সময় সত্য বলে মানুষকে বিশ্বাসের আওতায় নিয়ে আসা ভালো কিন্তু মিথ্যা আশা দিয়ে কাছে আসা ভালো না আমার এটা মনে হয় চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 101868.68
ETH 3242.54
SBD 3.98