You are viewing a single comment's thread from:

RE: মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো।

in Incredible India10 days ago

@baizid123 আপনার সাধারণ শব্দ চয়নের মধ্যে দিয়ে যে অসাধারণ বার্তা আপনি দিয়েছেন ভাই আমি গর্বিত আপনাকে ভাই ডেকে।

আপনার প্রত্যেকটা কথাই ভীষণ ভাবে মন ছুঁয়ে গেছে। আমিও এই একই নীতিতে হাঁটা মানুষ।

আগে তিতা, পিছে মিঠা! সামনে যারা বেশি আন্তরিকতা দেখায় বা প্রশংসা করে তারা বেশিরভাগ পিছনে সমালোচনায় সামিল হয়।

অথচ সোজা কথা সোজা ভাবে বলা মানুষগুলো অপ্রিয় হলেও একদিন অনেকেই বুঝবে এটা পিছনে নিন্দা করে না, আর কাউকে খুশি করতে কিছু বলে না, যেটা বলে সেটা মন থেকেই, ভালো হোক বা মন্দ।

তবে, মনে আঘাত দেবার পক্ষপাতী আমি নই, যদি অজান্তে দিয়ে ফেলি আলাদা কথা কিন্তু সজ্ঞানে দেওয়া উচিত নয়।

কাউকে পছন্দ না হলে পথ বদলে ফেলা তার চাইতে ঢের বেশী ভালো।

Sort:  


1000341978.png

Curated by : @miftahulrizky

 8 days ago 

যে মানুষটি মানুষের মুখের সামনে অতি সত্য কথা বলে সে সব সময় মানুষের কাছে খারাপ হয়ে থাকে এটা আমরা উপলব্ধি করতে পারি। এবং যে মানুষটি শোনে তার কাছে তিতা লাগতে পারে এটা আমরা সবাই জানি। এবং আপনার সাথে চলার পথে যতটুকু দেখেছি সব সময় সত্য কথা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সত্তর কাছে আপনি কখনো মাথা নতো করেননি এটা আমি জানি। এবং দিদি সত্য কথা বলতে আমিও এটা সব সময় চেয়ে এসেছি। এবং আমি এটা বুঝতে পারি মানুষের কাছে সত্য বলে কাঁদানো ভালো কিন্তু মিথ্যা বলে ঠকানো ভালো নয়। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি অনেক মূল্যবান সময় দিয়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 106036.78
ETH 3340.02
SBD 4.43