কাঁচা আমের টক রেসিপি

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কাঁচা আমের টক রেসিপি

1000024209.jpg

1000024206.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। যদি ও রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে ধৈর্য্য নিয়ে কিছু করলে অনেক ভালো লাগে। আমের টক রেসিপি ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। যদি ও এবার আম তেমন দেখা যায় না। তবে আমাদের বাড়িতে অনেক গুলো আম গাছ রয়েছে। যদি ও বেশি আম ধরেনি তবে যা ধরেছিল থাকলে বেশ মজা করে খাওয়া যেত।তবে এবার বৃষ্টি না হওয়ার জন্য আম গুলো ঝরে পড়ছে।আর আমদের উঠান ভরে যখন আম পড়ে থাকে তখন বাচ্চারা টুকিয়ে এনে বলে রান্না করতে।যদিও কয়েক বার রান্না করেছি কিন্তু এবার ভাবলাম একটা রেসিপি করি যাতে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সত্যি কাঁচা আমের এভাবে টক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন।বেশ মজা করে সবাই খেয়েছে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000024201.jpg
উপকরণ
১.কাঁচা আম
২.সরিষার তেল
৩.হলুদ
৪.লবন
৫.গুড় ও চিনি
৬.পানি
৭.কাঁচামরিচ ও পিঁয়াজ

প্রস্তুত প্রণালী

1000024166.jpg

1000024170.jpg

প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়েছি।তারপর এগুলো খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি বেশ কিছু সময়। আসলে ভিজিয়ে রাখলে আমের কষ উঠিয়ে যাবে।

1000024172.jpg

1000024174.jpg

তারপর চুলায় একটি কড়াই বসিয়ে ধুয়ে রাখা আম গুলো দিয়ে দেব। তারপর একটু কাঁচামরিচ ফালি ও পিঁয়াজ দিয়ে দেব।

1000024175.jpg

1000024179.jpg

এখন হলুদের গুড়ো লবন ও তেল দিয়ে দেব।

1000024181.jpg

1000024183.jpg
সব কিছু দিয়ে বেশ কিছু সময় নেড়েচেড়ে নেব। তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

1000024185.jpg

1000024188.jpg
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর পানি ফুটে আসলে ঢাকনা সরিয়ে একটু গুঁড় দিয়ে দেব।

1000024190.jpg

1000024191.jpg
তারপর আরো একটু চিনি দিয়ে দেব। আসলে গুড় আর চিনি এক সাথে দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আর একটু জ্বালিয়ে নামিয়ে নেব।

1000024209.jpg

1000024209.jpg

এখন একটা বাটিতে তুলে পরিবেশন করবো।সত্যি অনেক ভালো লেগেছিল খেতে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 9 days ago 

আমাদের এদিকে কাঁচা আমের সাথে সাথে পাকা আমা উঠে গেছে বাজারে আসলে পশ্চিমঘাটের অঞ্চলে আলফানসো আম খুব তাড়াতাড়ি পেকে যায়। তবে কাঁচা মিঠা আমও পাওয়া যাচ্ছে আমিও এনে আপনার মত টক বানিয়েছিলাম। আপনার টক টা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আপু। আশা করছি খেতে দুর্দান্ত হয়েছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

এবারে বৃষ্টি না হওয়ার কারণে আপনাদের মত আমাদেরও আম ঝরে পড়ে যাচ্ছে। এখনো কাঁচা আমের টক খাওয়া হয়নি তবে কিছুদিনের মধ্যে মা হয়তো তৈরি করবে। আপনার কাঁচা আমের টক দেখে আমার তো লোভ লেগে গেল। আমি কাঁচা আমের টক খেতে ভীষণ পছন্দ করি। খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করে নিয়েছেন। আপনাকে ধন্যবাদ আপু।

 9 days ago 

এবার ঈদে গ্রামে এসে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়া হয়েছে। কাঁচা আমের টক এভাবে কখনো তৈরি করা হয়নি। মজার একটা রেসিপি শেয়ার করেছেন। সম্ভব হলে একদিন এটা তৈরি করে দেখব। ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 8 days ago 

কি দারুণ বানিয়েছেন আপু কাঁচা আমের টক।আমাদের এলাকায় এবার গাছে গাছে আম নেই বল্লেই চলে যে অল্প পরিমাণ আম ধরেছে সেগুলোও খাওয়ার উপযুক্ত হয়নি।দারুণ লোভনীয় হয়েছে আপনার আমের রেসিপিটি।খেতে অনেক সুস্বাদু হয়েছে তা রেসিপি টি দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে টক রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

কাঁচা আমের টক খেতে আমার বেশ ভালো লাগে তবে আমরা অন্য পদ্ধতিতে আমের টক রান্না করে থাকি। আপনার এই পোষ্টের মাধ্যমে একটু ভিন্ন ধরনের রান্নার রেসিপি শিখতে পারলাম। ধন্যবাদ।

 8 days ago 

বাহ আপু আপনি তো দেখছি খুব মজার আমের টক রেসিপি করেছেন। তবে কাঁচা আমের রেসিপি করলে খেতে বেশ মজা লাগে। গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে আমের রেসিপি খেতে অন্যরকম মজা লাগে। আর এ ধরনের রেসিপি গুলো যে কোন কিছুর সাথে খেতে বেশ মজাই লাগে। মজার কাঁচা আমের টক রেসিপি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 8 days ago 

কাঁচা আমের টক জাতীয় রেসিপি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি কাঁচা আমের টক রেসিপি করেছেন। তবে এখন আমের সিজন অনেক জায়গাতে আম দেখা যায় না গাছের মধ্যে। তবে এটি ঠিক গরম ডালের সাথে আমের টক রেসিপি খেতে বেশ মজা লাগে। সত্যি বলতে আপনার কাঁচা আমের টক রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। আর রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 84445.94
ETH 1638.09
USDT 1.00
SBD 0.76