আমাদের এদিকে কাঁচা আমের সাথে সাথে পাকা আমা উঠে গেছে বাজারে আসলে পশ্চিমঘাটের অঞ্চলে আলফানসো আম খুব তাড়াতাড়ি পেকে যায়। তবে কাঁচা মিঠা আমও পাওয়া যাচ্ছে আমিও এনে আপনার মত টক বানিয়েছিলাম। আপনার টক টা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আপু। আশা করছি খেতে দুর্দান্ত হয়েছিল।