বাহ আপু আপনি তো দেখছি খুব মজার আমের টক রেসিপি করেছেন। তবে কাঁচা আমের রেসিপি করলে খেতে বেশ মজা লাগে। গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে আমের রেসিপি খেতে অন্যরকম মজা লাগে। আর এ ধরনের রেসিপি গুলো যে কোন কিছুর সাথে খেতে বেশ মজাই লাগে। মজার কাঁচা আমের টক রেসিপি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।