কি দারুণ বানিয়েছেন আপু কাঁচা আমের টক।আমাদের এলাকায় এবার গাছে গাছে আম নেই বল্লেই চলে যে অল্প পরিমাণ আম ধরেছে সেগুলোও খাওয়ার উপযুক্ত হয়নি।দারুণ লোভনীয় হয়েছে আপনার আমের রেসিপিটি।খেতে অনেক সুস্বাদু হয়েছে তা রেসিপি টি দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে টক রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।