চাষাবাদ সহ আরো বিভিন্ন ধরনের কাজে এক সময় বহুল ব্যবহৃত হওয়া কোঁদাল ও শাবল।
আসসালামু আলাইকুম আমি, @abdullah-44
আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি।(আলহামদুলিল্লাহ)
চাষাবাদ সহ আরো বিভিন্ন ধরনের কাজে এক সময় বহুল ব্যবহৃত হওয়া কোঁদাল ও শাবল।
যুগ যুগ ধরে আমরা বিভিন্ন ধরনের কাজে কোঁদাল ও শাবল ব্যবহার করে আসছি। কমবেশি আমরা সবাই কোঁদাল ও শাবল ব্যবহার করি। বিশেষ করে গ্রাম অঞ্চলে কোঁদাল ও শাবল এর ব্যবহার সবচেয়ে বেশি।প্রাচীনকাল থেকে মানুষ কোঁদালের ব্যবহার করে আসছে। কৃষিকাজে আধুনিক সব প্রযুক্তি উদ্ভাবনের আগে মানুষ কৃষি কাজের জন্য কোঁদালের উপর নির্ভরশীল ছিল। সেই সময় যারা বিত্তশালী ছিল এবং অধিক জমির মালিক ছিল,তারা বলদ দিয়ে হাল চাষ কররা তো।
আর মধ্যবিত্ত ও অনিম্নবিত্ত মানুষেরা, এই কোঁদাল দিয়ে কুপিয়ে ফসলের জমি, ফসল চাষের উপযোগী করে তুলতো। আমার দাদির মুখে গল্প শুনেছি আমার দাদা নাকি মধ্যরাতে ফসলের জমিতে যেত কোদাল দিয়ে ফসলের জমি কুপিয়ে ফসল ফলানোর উপযুক্ত করার জন্য। শুধু আমার দাদায় না গ্রামে যারাই চাষাবাদ করতো তারা বেশিভাগই রাতে কাজ করতো। কারণ দিনের বেলা অতিরিক্ত গরমের কারণে কোঁদাল দিয়ে জমি প্রস্তুত করতে অনেক কষ্ট হয়ে যেত।
এজন্য সবাই রাতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করত। এভাবে কোঁদাল দিয়ে কৃষি কাজ করতে করতে আস্তে আস্তে কৃষি কাজের জন্য আধুনিক সব প্রযুক্ত উদ্ভাবনের পর, দিন দিন কোদালের ব্যবহার কমে যাচ্ছে এবং কৃষিকাজ সহজ হয়ে আসছে। চাষাবাদের জন্য এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। কৃষিকাজ বাদেও কোঁদাল দিয়ে পুকুর খনন সহ, আরো বিভিন্ন ধরনের কাজের মাটি কাটার প্রয়োজন হলে কোদাল ব্যবহার করা হয় । এখন ছোটখাটো কোন কাজ ছাড়া , বড় কোন কাজের জন্য কোঁদাল ব্যবহার করা হয় না।
বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করার জন্য এবং বিভিন্ন ধরনের চারা গাছ রোপনের জন্য কোদালের ব্যবহার এখন সর্বাধিক। এছাড়াও কোঁদাল প্রয়োজন মত আরও বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়।এবার শাবলের কথায় আসি, শাবল মূলত মাটিতে গর্ত করার কাজে লাগে। বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য মাঝে মাঝে জাংলা দেওয়ার প্রয়োজন হয়।
এই জাংলা দেওয়ার জন্য অনেক বাঁশের খুটি ব্যবহার করা হয়। এই বাঁশের খুটিগুলো মাটিতে শক্তভাবে স্থাপন করার জন্য, শাবলের প্রয়োজন হয়। আমাদের বাড়িতে অনেক পুরাতন একটি শাবল আছে।যে শাবলটি আপনারা আমার শেয়ার করার ছবিতে দেখতে পাচ্ছেন।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ
গৃহস্থালির কাজের জন্য কোঁদাল এবং শাবল অত্যন্ত প্রয়োজনীয় একটি মাধ্যম। কৃষি কাজে কোঁদাল ব্যবহার করা হয়ে থাকে। বাড়ি নির্মাণের কোঁদালের কোঁদালের ভূমিকা অপরিসীম। কোঁদাল দিয়ে মাটি কেটে বাড়ি নির্মাণ করা হয়। কোঁদাল ছাড়া কৃষক অচল। জমির আইল আগাছা পরিষ্কার করার জন্য কৃষকের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য লেগে থাকে কোঁদাল।কৃষক সকালবেলা মাঠে যাওয়ার সময় কোঁদাল হাতে নিয়েই বের হয় বাড়ি থেকে, সাড়াদিন এই কোঁদাল এর সাহায্যে মাঠে কাজ করে থাকে। অপরদিকে সাবল ওন নিত্য প্রয়োজনীয় একটি মাধ্যম। বাড়িতে নানান কাজে লেগে থাকে সাবল। গ্রামে প্রত্যেকটি ঘরে শাবল এবং কোঁদাল এই দুইটি জিনিস পাওয়া যাবে। কারণ গৃহিনী এমন কি কৃষক সারাদিন নানান ধরনের কাজ করে থাকে তাই তাদের কাছে পাওয়া যাবে এই শাবল এবং কোঁদাল।সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই , দারুন ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই।
কোঁদাল এবং শাবল আমাদের বাসায় ব্যবহৃত একটি প্রয়োজনীয় আসবাবপত্র। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কোঁদাল এবং শাবল রয়েছে। জমির আল কাটা থেকে শুরু করে বাসার ময়লা আবর্জনা পরিষ্কার করতে কোঁদাল ব্যব্যহার হয়ে থাকে। অন্যদিকে মাটি খনন করার জন্য ব্যবহার করা হয় শাবল। মোট কথায় শাবল এবং কোঁদাল আমাদের জন্য একটি নৃত্যপ্রয়োজনীয় উপাদান।
ধন্যবাদ ভাই।
https://twitter.com/abdullah_steem/status/1700754213301854627?t=mPkgZ8Q4vd2HEG6KtIoPJg&s=19
কোঁদাল ও শাবল সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আসলে এগুলো আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার হয়। বিশেষ করে জমির খেতের জন্য কোঁদাল বেশি ব্যবহার হয়ে থাকে। এবং আপনি ঠিক বলেছেন এই কোঁদাল প্রাচীন যুগ থেকে ব্যবহার হয়ে আসতেছে। এবং জমির খেতে আইল দেওয়া এবং আইল কাটার সময় এই কোঁদাল ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাই।
কোদাল এবং শাবল প্রতিটি গ্রস্তের বাড়িতে রয়েছে। বিশেষ করে কোদাল অবশ্যই কৃষকের বাড়িতে থাকবেই। কারণ জমির কাজ করতে কোদাল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শাবল ও আমাদের নিত্য প্রয়োজনীয় যন্ত্র। বিশেষ করে বা্ঁশের মুড়া তোলার সময় এই শাবলের ব্যবহার বেশি করা হয়। মূল কথা হলো কোদাল এবং শাবল ছাড়া একটি গ্রস্ত অচল। ছাগল এবং কোদাল নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই।
আপনি যে লোহার তৈরি সরঞ্জাম গুলো নিয়ে আলোচনা করেছেন এগুলো সবার বাড়িতেই রয়েছে। এগুলো প্রতিটি বাড়িতে আমরা দেখতে পাই। কারণ এগুলো দিয়ে প্রতিদিনের যাবতীয় কাজগুলো করা হয়। যেমন কোদাল দিয়ে মাটি কেটে নেওয়া এছাড়াও কোদাল দিয়ে গোয়াল ঘরের ময়লা পরিষ্কার করা হয়। কোদাল আসলে লোহার তৈরি একটি যন্ত্র। এটি তৈরি করতে লোহার প্রয়োজন হয় লোহা কেটে তা পিটিয়ে কোদাল তৈরি করা হয়। কোদাল গুলো বাজারে কিনতে পাওয়া যায় বাজার থেকে কোদাল কিনে নিয়ে আসার পর এগুলোতে আবার বাঁশের তৈরি দণ্ড লাগিয়ে নিতে হয়। এই বাঁশটি লাগানোর জন্য আবার কিছু কাজের লোক রয়েছে যারা কিছু টাকার বিনিময়ে এই বাঁশ এই কোদালে লাগিয়ে দেয়। একটি কোদালে বাঁশ লাগিয়ে দেওয়ার জন্য ২০০ টাকা করে মজুরি নিয়ে থাকে। এনারা এত সুন্দর করে লাগিয়ে দেয় যাতে এই বাঁশ আর সহজে খুললে যায় না। আর বাসায় নিজে লাগিয়ে নিলে তা বেশিদিন ঠিকে না এবং মজবুত হয় না। এজন্য আমরা সবাই কিছু দক্ষ লোকেদের কাছে এই বাঁশ লাগিয়ে নেই। এছাড়াও আপনি আরেকটি বিষয় তুলে ধরেছেন সেটি হচ্ছে শাবল। শাবল আসলে লোহার একটি লম্বা দন্ড। যার নিচের অংশ কামারের কাছে গরম করে পিটিয়ে নিয়ে পাতলা করে নেওয়া হয় যাতে মাটি খুঁড়ে গর্ত তৈরি করা যায় এবং সেই গর্তে বাঁশ বা কোন কিছু পুঁতে দেওয়া যায়। শাবল বেশ কাজে আসে। আমাদের বাড়িতে এটি রয়েছে আমি যেকোনো ধরনের কাজে শাবল ব্যবহার করে থাকি। যেমন কোন বাঁশ পুতে দিতে হবে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে বাঁশ পুতে দেওয়ার জন্য এই শাবল বিশেষ ভাবে ব্যবহার করা হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই।
গ্রামাঞ্চলে বহুৎ ব্যবহৃত জিনিস হল এই কোদাল। গ্রামের সাধারণ মানুষ প্রায় সকল ধরনের কাজই এই কোদাল ব্যবহার করে থাকে। গ্রামের মানুষেরা কোদাল দিয়ে জমি চাষ করা মাটি খনন করা ও ময়লা আবর্জনা ফেলার জন্য এই কোদাল ব্যবহার করে থাকে। তবে শহরাঞ্চলে তেমন একটা এদের ব্যবহার না থাকলেও সিটি কর্পোরেশনের কিছু লোক ময়লা আবর্জনা ফেলার জন্য এই কোদালগুলো ব্যবহার করে থাকে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
চাষাবাদ সহ আরো বিভিন্ন ধরনের কাজে এক সময় বহুল ব্যবহৃত হওয়া কোঁদাল ও শাবল নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। আমাদের দেশের কৃষকরা কোঁদাল ব্যবহার করে থাকে। জমির আইল অপসারণ করার জন্য আবার বাড়ির আবর্জনা পরিষ্কার করার কাজে। আমাদের বাসা ও এই কোদাল এবং শাবল রয়েছে। শাবল আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজে লাগে। বিশেষ করে মাটি খুঁড়ে গর্ত করার কাজে।
কোদাল এবং শাবল সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন। কৃষি কাজে বাধ্যতামূলক কোদালের প্রয়োজন পড়ে। কৃষি কাজ ছাড়াও বাড়ির নিত্য প্রয়োজনীয় কাজে কোদাল ব্যবহার করা হয়। শাবল দিও আমরা নানা ধরনের কাজ করে থাকি। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। শুধু কৃষিকাজে নয় বরং গৃহস্থলীর বিভিন্ন ধরনের কার্য সম্পাদনের জন্য এই অস্ত্র গুলোর প্রয়োজন পড়ে। শাবল কে আমাদের এলাকায় খুন্তি বলা হয়। লোহার তৈরি খুন্তির ওজনও বেশ ভারী। খুন্তি ও কোদাল এর ব্যবহার নিয়ে চমৎকার একটি পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।