RE: চাষাবাদ সহ আরো বিভিন্ন ধরনের কাজে এক সময় বহুল ব্যবহৃত হওয়া কোঁদাল ও শাবল।
গৃহস্থালির কাজের জন্য কোঁদাল এবং শাবল অত্যন্ত প্রয়োজনীয় একটি মাধ্যম। কৃষি কাজে কোঁদাল ব্যবহার করা হয়ে থাকে। বাড়ি নির্মাণের কোঁদালের কোঁদালের ভূমিকা অপরিসীম। কোঁদাল দিয়ে মাটি কেটে বাড়ি নির্মাণ করা হয়। কোঁদাল ছাড়া কৃষক অচল। জমির আইল আগাছা পরিষ্কার করার জন্য কৃষকের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য লেগে থাকে কোঁদাল।কৃষক সকালবেলা মাঠে যাওয়ার সময় কোঁদাল হাতে নিয়েই বের হয় বাড়ি থেকে, সাড়াদিন এই কোঁদাল এর সাহায্যে মাঠে কাজ করে থাকে। অপরদিকে সাবল ওন নিত্য প্রয়োজনীয় একটি মাধ্যম। বাড়িতে নানান কাজে লেগে থাকে সাবল। গ্রামে প্রত্যেকটি ঘরে শাবল এবং কোঁদাল এই দুইটি জিনিস পাওয়া যাবে। কারণ গৃহিনী এমন কি কৃষক সারাদিন নানান ধরনের কাজ করে থাকে তাই তাদের কাছে পাওয়া যাবে এই শাবল এবং কোঁদাল।সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই , দারুন ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই।