RE: চাষাবাদ সহ আরো বিভিন্ন ধরনের কাজে এক সময় বহুল ব্যবহৃত হওয়া কোঁদাল ও শাবল।
আপনি যে লোহার তৈরি সরঞ্জাম গুলো নিয়ে আলোচনা করেছেন এগুলো সবার বাড়িতেই রয়েছে। এগুলো প্রতিটি বাড়িতে আমরা দেখতে পাই। কারণ এগুলো দিয়ে প্রতিদিনের যাবতীয় কাজগুলো করা হয়। যেমন কোদাল দিয়ে মাটি কেটে নেওয়া এছাড়াও কোদাল দিয়ে গোয়াল ঘরের ময়লা পরিষ্কার করা হয়। কোদাল আসলে লোহার তৈরি একটি যন্ত্র। এটি তৈরি করতে লোহার প্রয়োজন হয় লোহা কেটে তা পিটিয়ে কোদাল তৈরি করা হয়। কোদাল গুলো বাজারে কিনতে পাওয়া যায় বাজার থেকে কোদাল কিনে নিয়ে আসার পর এগুলোতে আবার বাঁশের তৈরি দণ্ড লাগিয়ে নিতে হয়। এই বাঁশটি লাগানোর জন্য আবার কিছু কাজের লোক রয়েছে যারা কিছু টাকার বিনিময়ে এই বাঁশ এই কোদালে লাগিয়ে দেয়। একটি কোদালে বাঁশ লাগিয়ে দেওয়ার জন্য ২০০ টাকা করে মজুরি নিয়ে থাকে। এনারা এত সুন্দর করে লাগিয়ে দেয় যাতে এই বাঁশ আর সহজে খুললে যায় না। আর বাসায় নিজে লাগিয়ে নিলে তা বেশিদিন ঠিকে না এবং মজবুত হয় না। এজন্য আমরা সবাই কিছু দক্ষ লোকেদের কাছে এই বাঁশ লাগিয়ে নেই। এছাড়াও আপনি আরেকটি বিষয় তুলে ধরেছেন সেটি হচ্ছে শাবল। শাবল আসলে লোহার একটি লম্বা দন্ড। যার নিচের অংশ কামারের কাছে গরম করে পিটিয়ে নিয়ে পাতলা করে নেওয়া হয় যাতে মাটি খুঁড়ে গর্ত তৈরি করা যায় এবং সেই গর্তে বাঁশ বা কোন কিছু পুঁতে দেওয়া যায়। শাবল বেশ কাজে আসে। আমাদের বাড়িতে এটি রয়েছে আমি যেকোনো ধরনের কাজে শাবল ব্যবহার করে থাকি। যেমন কোন বাঁশ পুতে দিতে হবে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে বাঁশ পুতে দেওয়ার জন্য এই শাবল বিশেষ ভাবে ব্যবহার করা হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই।