অয়েল প্যাস্টেল কালার দিয়ে তৈরি শ্রী কৃষ্ণের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে আমি একটা আর্ট শেয়ার করে নেবো। আজকে একটি অন্যধরণের আর্ট করেছি। যদিও এই আর্টটা গতকাল করা হতো না, বাইরে কাজ ছিল বেশ কিছু, কিন্তু সারাদিন বৃষ্টি ধরলো না, কাজগুলোও করা হলো না। সন্ধ্যার থেকে লাগছিলোও একটু বিরক্ত, কিন্তু কাজ পাচ্ছিনা যখন তখন ভাবলাম তার থেকে আর্টটা করে কমপ্লিট করি। তখন একটি আর্ট করতে বসলাম। এই আর্টটা করেছিলাম শ্রী কৃষ্ণের আর্ট। আগে আমি একবার শ্রী কৃষ্ণের চিত্র অঙ্কন করেছিলাম, কিন্তু এইবার যেটা এঁকেছি সেটা অনেকটা দৃশ্যহীন বলা যায়। সম্পূর্ণ বডিটা কালী দিয়ে ভরাট করে দিয়েছি। এটাও একধরণের আলাদা সৌন্দর্য বৃদ্ধি করে, আর এই ধরণের আর্ট এখন বিভিন্ন জায়গায় অয়েল প্যাস্টেল এর মাধ্যমেও করে পাবলিশও করে। এখানে অন্যদিকে থেকে যে বিষয়টা তুলে ধরেছি সেটা হলো সকালের সূর্য উদয়ের মুহূর্তে শ্রী কৃষ্ণ তার মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। এখানে জাস্ট বোঝানোর জন্য বিষয়টা তুলে ধরা হয়েছে আর কি। আজকের অঙ্কনটা একটু ছোট টপিক এর উপর করেছি এবং মূল বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আজকের অঙ্কনটা ভালো লাগবে। যাইহোক, এখন এই আর্টটি তৈরির পুরো প্রসেস এর দিকে চলে যাবো।
![]() |
---|
❂উপকরণ:❂
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
![]() |
---|
❖প্রথমে, শ্রী কৃষ্ণের চিত্রটি ধাপে ধাপে পুরোপুরিভাবে অঙ্কন করে নিয়েছিলাম এবং পরে মাথায় মুকুটের মতো দেখতে এঁকে দিয়েছিলাম। এরপর বাঁশি বাজানোর দৃশ্যটা এঁকে তুলে ধরেছিলাম।
![]() |
---|
❖দ্বিতীয়ত, পাশে ছোটোখাটো গাছের মতো দেখতে শেপ দিয়ে নিয়েছিলাম এবং উপরের দিকে গাছের ডালের মতো দেখতে এঁকে দিয়েছিলাম।
![]() |
---|
❖তৃতীয়ত, ভিন্ন ভিন্ন কালার দিয়ে সকালের আকাশের দৃশ্যময় তুলে ধরেছিলাম এবং তাতে সূর্য উদয়ের দৃশ্যটাও এঁকে দিয়েছিলাম।
![]() |
---|
❖চতুর্থত, উপরের দিকে যে ডালের মতো এঁকেছিলাম তার দাগের উপর দিয়ে কালার দিয়ে একেবারে পাতাগুলো এঁকে ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
---|
❖পঞ্চমত, শ্রী কৃষ্ণের পুরো চিত্রটাতে অয়েল প্যাস্টেল কালার করে ভরাট করে দিয়েছিলাম।
![]() |
---|
❖ষষ্ঠত, পাশে যে গাছের মতো এঁকেছিলাম সেটার দাগের উপর দিয়ে পাতার মতো দেখতে তৈরি করে দিয়েছিলাম এবং অঙ্কনটাকে এখানেই শেষ করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/779167798706438164.gif)
দাদা আপনি সব সময় কিন্তু এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো করে থাকেন যা শুধুমাত্র আজকে বলার মত না। অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন, যদিও আজকে ম্যান্ডেলা আর্ট করেননি। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো যেমন অনেক বেশি সুন্দর হয় তেমনি চিত্রাংকন ও অনেক সুন্দর হয়। আর আজকের এই চিত্রাংকন টা দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না দাদা। পুরো দৃশ্যটা দেখেই তো আমি অনেক বেশি মুহূর্ত হয়েছি দাদা। আপনি শ্রীকৃষ্ণকে অনেক সুন্দর করে প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করে নিয়েছেন, তারপরে সম্পূর্ণটা কালো রং করে নিয়েছেন দেখে ভালো লাগলো। দাদা আপনার করা পেইন্টিং যে দেখবে সে অনেক বেশি মুগ্ধ হবে এটা কিন্তু বলতেই হয়। কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল যা বলার মতো না। আমার কাছে কালার কম্বিনেশন টা অনেক বেশি ভালো লেগেছে দেখতে। আসলে কিছু কিছু কারণে প্রয়োজনীয় কাজগুলো থেকে যায় আর তখন কি করব এটা বুঝা যায় না। আপনি এই আর্টটা করেছেন জেনে ভালো লাগলো। দাদা আমি মনে করি আপনার দক্ষতার প্রশংসা যত বেশি করব ততই কম হবে। আর আপনার দক্ষতার প্রশংসা করেও কিন্তু শেষ করা যাবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি সবসময়ই আপনার আর্ট পোস্টের ভক্ত।
আপনার চমৎকার চিন্তা চেতনা আপনি অনায়াসে রং তুলিতে ফুটিয়ে তুলতে পারেন, এটাই দারুন লাগে আমার কাছে। শ্রী কৃষ্ণের পুরো ছবিটি চোখ ধাঁধানো সুন্দর ছিল।
ধন্যবাদ দাদা।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 💌
দাদা আপনার করা আর্ট গুলো আমি যত দেখি ততই মুগ্ধ হই। আজকে আপনি অয়েল প্যাস্টেল কালার দিয়ে শ্রীকৃষ্ণের অনেক সুন্দর একটা আর্ট করেছেন। দাদা শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে কালো করে দেওয়ার কারনে আমার কাছে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লেগেছে। গাছের পাতাগুলো এবং নিচে থাকা গাছটা আপনি অনেক সুন্দর করে অঙ্কন করেছেন দাদা। তারপরে কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর করে ফুটে উঠেছে। সব মিলে দাদা আপনার আর্টগুলো দেখলে আমি আর চোখ ফেরাতে পারি না এটাই বলতে হয়। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় অনেক সুন্দর সুন্দর আর্ট গুলো করে থাকেন। আর আজকে যে আর্টটা করেছেন এটিও অনেক বেশি সুন্দর ছিল দাদা। প্রত্যেক সপ্তাহের এই দিনে আপনার এরকম সুন্দর সুন্দর আর্টগুলোর জন্য অপেক্ষায় থাকি। মনটা একেবারে ভরে যায় যখন আপনার করা এত সুন্দর আর্ট গুলো দেখা হয়। দাদা এই আর্ট টা এত সুন্দর করে অঙ্কন করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। সম্পূর্ণটা জাস্ট অসাধারণ ছিল এটাই বলতে হচ্ছে।
শ্রী কৃষ্ণের চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে দাদা। এর আগেও আপনি এই ধরনের চিত্র অঙ্কন করেছিলেন জেনে অনেক ভালো লাগলো দাদা।মাঝের অংশে ভরাট করে দেওয়ার জন্য আলাদা রকমের সৌন্দর্য হয়েছে। আমিও সাধারণত কোন চিত্র অঙ্কন করলে ভরাট করে দেওয়ার চেষ্টা করি। যদিও আপনার মত এত ভালো অঙ্কন করতে পারিনা। তবে আপনার অঙ্কন চিত্রগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই দাদা। বৃষ্টি ভেজা দিন হলেই আর্ট করতে বসে পড়ি আমি। তবে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। তাইতো সবাই নিজের প্রয়োজনীয় কাজগুলো করতে গিয়ে মুশকিলে পড়ে যাচ্ছে। গরমের সময় আমরা সবাই বৃষ্টির প্রত্যাশা করি। আর বৃষ্টি এলে মনে হয় যেন বৃষ্টি বন্ধ হচ্ছে না কেন😅। আসলে লাগাতার বৃষ্টি হলে তখন অনেক বিরক্তি চলে আসে। আর নিজের প্রয়োজনীয় কাজগুলো সময় মতো করা হয়ে ওঠেনা। যাইহোক দাদা আপনি সময় করে সুন্দর এই চিত্রটি অঙ্কন করেছেন দেখে অনেক ভালো লাগলো।
দাদা আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার সাদা কাগজ থেকে দেখে যাচ্ছিলাম।কি সুন্দর করে আপনি এঁকে এঁকে কালার করে নিলেন।সম্পুর্ন চিত্রটি কি সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন।চমৎকার লেগেছে আর্টটি।কালার কম্বিনেশন ও দারুন হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এক কথায় অসাধারন হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
আশা করি দাদা, ভালো আছেন? অয়েল প্যাস্টেল কালার দিয়ে তৈরি শ্রী কৃষ্ণের চিত্রাঙ্কন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। শ্রী কৃষ্ণের চিত্রাঙ্কন খুবই দুর্দান্ত হয়েছে। সত্যিই আপনার আর্ট করার দক্ষতা অসাধারণ। শ্রী কৃষ্ণের বিভিন্ন কালার দিয়ে চমৎকার পেইন্টিং করেছেন। আমাদের মাঝে এত চমৎকার আর্ট পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই । ভালো থাকবেন দাদা।
বাহ্ বেশ সুন্দর আর চমৎকার তো । আপনি তো দেখছি কালার দিয়ে একটি আর্ট করেছেন দাদা।বেশ সুন্দর ছিল আপনার কালার কম্বিনেশন। আবার অনেক সুন্দর করে ধাপে ধাপে আর্টটি আপনি সম্পূর্ণ করেছেন। এবং একটি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন।চমৎকার ছিল সম্পন্ন আর্টটি।
সকালের সূর্য উদয়ের মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মধুর সুরে বাঁশি বাজাচ্ছে আর সেই সুন্দর মুহূর্তকে আপনি অয়েল প্যাস্টেল কালার দিয়ে আকর্ষণীয় করে ফুটিয়ে তুলেছেন দাদা। আপনি যে মনের মাধুরী মিশিয়ে চিত্রাংকনটিকে সম্পন্ন করেছেন তা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। কেননা আপনার অঙ্কিত শ্রীকৃষ্ণের চিত্রাংকনটি দেখতে খুবই ভালো লাগছে। আর আপনার অংকনের দক্ষতা কতখানি তা আমরা সকলেই জানি। কেননা আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর অংকন গুলো আমাদের মাঝে উপহার দিয়ে আসছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা, অসম্ভব সুন্দর এই চিত্রাংকনটি শেয়ার করার জন্য।
দাদা এতদিন বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে বৃষ্টির দেখা পেলাম। তবে এখন টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। আকাশে কোন ভাবেই সূর্য মামাকে দেখা যাচ্ছে না। বৃষ্টি আসলে সমস্যা নেই গরম টা কমেছে। দাদা আপনার আর্ট তো বরাবরই অনেক সুন্দর ও নিখুঁত হয়। আজকেরটাও তার ব্যাতিক্রম নয়। সকালের সূর্য উদয়ের সাথে শ্রী কৃষ্ণ তার মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। নিচে যে কালো কালি দিয়ে নারিকেল গাছটা অঙ্কন করেছেন সেটা দৃশ্যটাকে হাজার গুন সুন্দর্য বৃদ্ধি করেছে। ধন্যবাদ দাদা।