You are viewing a single comment's thread from:

RE: অয়েল প্যাস্টেল কালার দিয়ে তৈরি শ্রী কৃষ্ণের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year

দাদা আপনার করা আর্ট গুলো আমি যত দেখি ততই মুগ্ধ হই। আজকে আপনি অয়েল প্যাস্টেল কালার দিয়ে শ্রীকৃষ্ণের অনেক সুন্দর একটা আর্ট করেছেন। দাদা শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে কালো করে দেওয়ার কারনে আমার কাছে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লেগেছে। গাছের পাতাগুলো এবং নিচে থাকা গাছটা আপনি অনেক সুন্দর করে অঙ্কন করেছেন দাদা। তারপরে কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর করে ফুটে উঠেছে। সব মিলে দাদা আপনার আর্টগুলো দেখলে আমি আর চোখ ফেরাতে পারি না এটাই বলতে হয়। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় অনেক সুন্দর সুন্দর আর্ট গুলো করে থাকেন। আর আজকে যে আর্টটা করেছেন এটিও অনেক বেশি সুন্দর ছিল দাদা। প্রত্যেক সপ্তাহের এই দিনে আপনার এরকম সুন্দর সুন্দর আর্টগুলোর জন্য অপেক্ষায় থাকি। মনটা একেবারে ভরে যায় যখন আপনার করা এত সুন্দর আর্ট গুলো দেখা হয়। দাদা এই আর্ট টা এত সুন্দর করে অঙ্কন করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। সম্পূর্ণটা জাস্ট অসাধারণ ছিল এটাই বলতে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.045
BTC 101828.29
ETH 3672.80
SBD 2.56