You are viewing a single comment's thread from:

RE: অয়েল প্যাস্টেল কালার দিয়ে তৈরি শ্রী কৃষ্ণের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year

শ্রী কৃষ্ণের চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে দাদা। এর আগেও আপনি এই ধরনের চিত্র অঙ্কন করেছিলেন জেনে অনেক ভালো লাগলো দাদা।মাঝের অংশে ভরাট করে দেওয়ার জন্য আলাদা রকমের সৌন্দর্য হয়েছে। আমিও সাধারণত কোন চিত্র অঙ্কন করলে ভরাট করে দেওয়ার চেষ্টা করি। যদিও আপনার মত এত ভালো অঙ্কন করতে পারিনা। তবে আপনার অঙ্কন চিত্রগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই দাদা। বৃষ্টি ভেজা দিন হলেই আর্ট করতে বসে পড়ি আমি। তবে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। তাইতো সবাই নিজের প্রয়োজনীয় কাজগুলো করতে গিয়ে মুশকিলে পড়ে যাচ্ছে। গরমের সময় আমরা সবাই বৃষ্টির প্রত্যাশা করি। আর বৃষ্টি এলে মনে হয় যেন বৃষ্টি বন্ধ হচ্ছে না কেন😅। আসলে লাগাতার বৃষ্টি হলে তখন অনেক বিরক্তি চলে আসে। আর নিজের প্রয়োজনীয় কাজগুলো সময় মতো করা হয়ে ওঠেনা। যাইহোক দাদা আপনি সময় করে সুন্দর এই চিত্রটি অঙ্কন করেছেন দেখে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97907.48
ETH 3354.28
USDT 1.00
SBD 3.35