ছুটির দিনের ব্যস্ততা
ছুটির দিনগুলোতে যদি আপনি গুছিয়ে নিজের সব কাজ ঠিকঠাক মত করতে চান , তাহলে দেখবেন পরিকল্পনা অনুযায়ী সেভাবে কোন কিছুই বাস্তবায়ন হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে, পরিকল্পনা আপনার ঠিকই থাকবে, তবে অহেতুক নানারকম ঝুট ঝামেলায় আপনি ফেঁসে যাবেন।
পছন্দের বইগুলো অনেকদিন থেকেই সংগ্রহ করে রাখা আছে, তবে সময় সুযোগ করে সেগুলোর ভিতরে যে ডুবে যাবো, সেটা যেন কোন ভাবেই করতে পারছিলাম না। আজ যখন মনস্থির করেছি, তখন যেন আগন্তুক নানা রকম সমস্যা এসে উপস্থিত।
বইগুলোর দিকে অপলক দৃষ্টিতে অনেকটা সময় চেয়েছিলাম, পৃষ্ঠাগুলো কিছুটা সময়ের জন্য নেড়েচেড়েও দেখছিলাম তবে আর বইয়ের মাঝে ডুব দেওয়া হলো না। তৃষ্ণার্ত আত্মা যেন কোনভাবেই ভরিয়ে তুলতে পারলাম না।
আজ ছুটির দিন, তাই ইচ্ছে করেই অনেকটা দ্রুত উঠেছি নিজের শখের বই গুলো পড়বো বলে, তবে দেখুন না সিরিয়াল ধরে যেন টুকটাক কাজ লেগেই আছে আমার দায়িত্বে । কয়েকজন প্রতিবেশী এসেছিল নিজেদের সমস্যার কথা জানানোর জন্য, তাছাড়া বাড়ির কিছু টুকটাক কাজ বাকি ছিল সেই মিস্ত্রীরাও আজ হঠাৎই এসে উপস্থিত।
আর এদিকে গৃহকর্ত্রী সকাল থেকে চেঁচিয়ে যাচ্ছে, কি হলো সব কাজ কি আমাকেই সামলাতে হবে নাকি তোমার নজর পড়বে। আপাতত বইগুলো ভাঁজ করে যত্ন করে রেখে দিলাম, আমার কোন ছুটির দিন নেই, এটাও দ্রুতই ভুলে গেলাম।
তারপর এইতো হাসিমুখে প্রতিবেশীদের সঙ্গে কথা বলা, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা কিংবা মিস্ত্রীদের সঙ্গে বসে তাদের কাজগুলো টুকটাক দেখাশোনা করতেই বেলা গড়িয়ে গেল।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
পছন্দের বই গুলো হাতের কাছে থাকা সত্ত্বেও পড়ে শেষ করতে না পারার যন্ত্রণার সাথে আমিও পরিচিত! তাই ভালোই বুঝতে পারছি আপনার অবস্থা টা!
এমন অবস্থার সবার অবসান ঘটুক এমনটাই চাওয়া।
ছুটির দিনগুলোতে যখন নিজের জন্য একটু সময় পেতে চাই, তখনই নানা কাজের চাপ এসে পড়ে। বই পড়ার ইচ্ছে থাকলেও প্রতিবেশী, বাড়ির কাজ, মিস্ত্রীদের কাজ সবই যেন একে অপরকে অতিক্রম করে চলে। মাঝে মাঝে মনে হয়, আমাদের পরিকল্পনা আর বাস্তবতার মাঝে একটা অনুপাত তৈরি করা খুবই কঠিন। এই গল্পে ঠিক তেমনই এক বাস্তবতার প্রতিফলন, যেখানে নিজেকে সময় দেওয়া মানে অজান্তেই অন্যদের প্রয়োজনে নিজেকে হারিয়ে ফেলা। আপনার শেয়ার করা পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
এটাই সত্য আপু, নিজের জন্য আর সময় বের করা হয়ে ওঠে না। নিজের বলতে এখন আর কিছুই নেই ।
একদম ঠিক বলেছেন ভাইয়া ছুটির দিনগুলোতে পরিকল্পনা ব্যাপক হলেও কাজগুলো তেমন ঠিকভাবে করা হয়ে ওঠে না। কোন না কোন কাজ এসে পরেই। আর এদিকে ছুটির দিন বলেই প্রতিবেশীরাও আপনার কাছে সমস্যা সমাধানের জন্য এলো। আসলে কিভাবে নিজেকে একটু সময় দেয়া যাবে সেই উপায়টা হয়তো আমাদের কারোই জানা নেই। শখের বইগুলো আবারও সেই ভাঁজে স্থান পেল।
আবার যে বইয়ের ভাঁজ কবে খোলা পড়বে, সেটাই এখন ভাবছি ।
ছুটির দিন গুলো একটু নিজের মতো করে কাটানোর চেষ্টা করলেও,বেশিরভাগ সময়ই সেটা সম্ভব হয় না। কারণ ছুটির দিনে বিভিন্ন ধরনের সমস্যা এসে হাজির হয়ে যায়। আর সেই সমস্যা গুলো সমাধান করতে করতে ছুটির দিন এমনিতেই পার হয়ে যায়। যাইহোক পছন্দের বইগুলো পরবর্তীতে সময় করে পড়ার চেষ্টা করবেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।
অবশ্যই ভাই, আমি নিজেও সেই অবসরের জন্য সময় খুঁজছি।
ছুটির দিন বলে কিছু আসলে নেই।এই ছুটির দিনেই বেশী ঝক্কিঝামেলা পোহাতে হয়।শখের বই রেখে উঠা সত্যি ই ভীষণ কষ্টের।তবে সংসার নামক সংসারে পা রাখলে শখ বলতে কিছু আর থাকে না।সংসার বড় ধর্ম একথা তখন মাথায় চলে আসে।
আপনার মন্তব্যের সঙ্গে একদম সহমত পোষণ করছি আপু ।