ছুটির দিনগুলোতে যখন নিজের জন্য একটু সময় পেতে চাই, তখনই নানা কাজের চাপ এসে পড়ে। বই পড়ার ইচ্ছে থাকলেও প্রতিবেশী, বাড়ির কাজ, মিস্ত্রীদের কাজ সবই যেন একে অপরকে অতিক্রম করে চলে। মাঝে মাঝে মনে হয়, আমাদের পরিকল্পনা আর বাস্তবতার মাঝে একটা অনুপাত তৈরি করা খুবই কঠিন। এই গল্পে ঠিক তেমনই এক বাস্তবতার প্রতিফলন, যেখানে নিজেকে সময় দেওয়া মানে অজান্তেই অন্যদের প্রয়োজনে নিজেকে হারিয়ে ফেলা। আপনার শেয়ার করা পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
এটাই সত্য আপু, নিজের জন্য আর সময় বের করা হয়ে ওঠে না। নিজের বলতে এখন আর কিছুই নেই ।