একদম ঠিক বলেছেন ভাইয়া ছুটির দিনগুলোতে পরিকল্পনা ব্যাপক হলেও কাজগুলো তেমন ঠিকভাবে করা হয়ে ওঠে না। কোন না কোন কাজ এসে পরেই। আর এদিকে ছুটির দিন বলেই প্রতিবেশীরাও আপনার কাছে সমস্যা সমাধানের জন্য এলো। আসলে কিভাবে নিজেকে একটু সময় দেয়া যাবে সেই উপায়টা হয়তো আমাদের কারোই জানা নেই। শখের বইগুলো আবারও সেই ভাঁজে স্থান পেল।
আবার যে বইয়ের ভাঁজ কবে খোলা পড়বে, সেটাই এখন ভাবছি ।