লোটো উইন্টার কার্নিভাল

in আমার বাংলা ব্লগ2 days ago

বিগত কয়েকদিন থেকে লোটো আমাকে প্রতিনিয়ত মেসেজ করেই আসছিল। যেহেতু আমি লোটো তে টুকটাক কেনাকাটা করি, তাই তাদের কাছে আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল। শো-রুম গুলোর সব থেকে বড় সমস্যা হচ্ছে তাদের কাছে যদি একবার নাম্বার চলে যায়, তাহলে দেখা যাবে প্রতিনিয়ত মেসেজ করে এবং কল দিয়ে জীবন অতিষ্ঠ করে ফেলে।

আমি এমনিতেই অলস এবং মিতব্যয়ী স্বভাবের মানুষ, তাই বলা যায় প্রয়োজন ছাড়া কোন কিছুই তেমন কেনাকাটা করিনা । যেহেতু এতবার করে লোটো আমাকে মেসেজ করে যাচ্ছিল তাই বাধ্য হয়ে একবার মেসেজগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করলাম , দেখলাম সর্বোচ্চ ৮০% পর্যন্ত ডিসকাউন্ট চলছে।

20250211_155812-01.jpeg

20250211_155553-01.jpeg

20250211_155125-01.jpeg

20250211_154341-01.jpeg

20250211_154113-01.jpeg

20250211_155627-01.jpeg

20250211_155652-01.jpeg

20250211_155824-01.jpeg

ভিডিও লিংক

যদিও ডিসকাউন্টের প্রোডাক্ট খুব একটা ভালো হয় না, তারপরেও এত বড় ডিসকাউন্ট কোনভাবেই মিস করতে মন সায় দিলো না। অবশেষে সেদিন গিয়েছিলাম স্থানীয় লোটো শো-রুমে ।

ঘুরে ঘুরে পুরো শো-রুমটা দেখছিলাম এবং তাদের ডিসকাউন্টের প্রোডাক্টগুলোর সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। যেগুলো প্রোডাক্ট পছন্দ হয়, সেগুলোতেই ডিসকাউন্টের পরিমাণ কম আর যেগুলো পছন্দ হয় না সেগুলোতে ৮০% ডিসকাউন্ট।

যাক অবশেষে তাও একটা জ্যাকেট পছন্দ হয়েছিল এবং সেটা ৫০% ডিসকাউন্টে কিনে নিতে পেরেছিলাম। তাছাড়া হিরাও কিছু কেনাকাটা করেছিল, সকাল সকাল ঘুম থেকে উঠে কষ্ট করে শো-রুমে এসে খুব একটা লস হয়নি। বলতে গেলে কিছুটা লাভই হয়েছে। অভিজ্ঞতা খুব যে একটা খারাপ ছিল তেমনটা বলা যাবে না , তবে এই ডিসকাউন্ট যদি একদম চলতি শীতের ভিতরে থাকতো তাহলে বেশি ভালো হতো।

যাইহোক আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে আপনাদের।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

যেগুলো প্রোডাক্ট পছন্দ হয়, সেগুলোতেই ডিসকাউন্টের পরিমাণ কম আর যেগুলো পছন্দ হয় না সেগুলোতে ৮০% ডিসকাউন্ট।

এটা একটা চরম বাস্তবতা। ভাই,ওরা বিজনেস ভাল বুঝে। এমন কোন ডিস্কাউনট নিশ্চয় দিবে না যেখানে তাদের প্রফিট হবে না। ৮০% ডিসকাউন্টের প্রডাক্টেও দেখা যাবে তাদের লাভই হয়েছে।

যাহোক, জ্যাকেট কিনতে পেরেছেন জেনে ভাল লাগলো। কিন্তু কবে পরবেন ওটা? এই শীততো চলে গেলো!!

ভাল থাকুন।

 2 days ago 

আগামী শীতে পড়বো ভাই, এজন্যই নিয়ে নিলাম।

 2 days ago 

আগেই এই ভিডিওটা একদিন আমি দেখেছিলাম। এখানে যে পরিমাণ ছাড় দিচ্ছে তা সচরাচর পাওয়া যায় না। তাই এই সময়ে লোটো থেকে কেনাকাটি করতে গিয়ে বেশ ভালই করেছেন ভাই। আর বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়েছেন দেখছি। এভাবেই সুযোগের সদ্ব্যবহার করে জিনিসপত্র কেনাকাটি করলে কিছু পয়সা সাশ্রয় হয়।

 2 days ago 

এটা সত্য দাদা, কিছুটা হলেও পয়সা সাশ্রয় হয়েছে।

 2 days ago 

সাধারণত যে সমস্ত প্রোডাক্টগুলো বাছাই হয়ে যায় মানে একটি লটের অনেক প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার পর যে কয়টি পড়ে থাকে সেগুলোই ডিসকাউন্ট সেল হিসেবে দিয়ে দেওয়া হয়। শপিনহ মলগুলোর এরকমই স্ট্রাটেজি। তবে আমাদের এদিকে চৈত্র মাসে যে সেল দেওয়া হয় সেখানে আলাদা করে জিনিসপত্র তৈরি হয় মানে ছেলের জিনিস আলাদা ভাবে উৎপাদন করা হয়।

আপনার পছন্দ না হওয়ার কারণ ওটাই। পছন্দ সেই জিনিসগুলো তো আগেই বিক্রি হয়ে গিয়েছে। তারপরেও কিছু জিনিস কিনেছে তা আপনার পকেট বাঁচিয়েছে।

 2 days ago 

এটা সত্য, বেশি পছন্দ হলে অনেকগুলো পয়সা খরচ হয়ে যেত।

 2 days ago 

এরকম অবস্থাতে নিজেকে সুযোগসন্ধানী মানুষ বললে ভুল হবে ভাই। যেখানে যেমন পরিস্থিতি সেখানে আমাদের তেমনভাবেই তৈরি করে নিতে হবে নিজেকে। না হলে কিন্তু বিপদ। যাই হোক লোটো এর শোরুমে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট এর একটি দারুণ জ্যাকেট কিনেছেন দেখতে পাচ্ছি। পুরো পোস্ট এবং ভিডিওগ্রাফিটিও দারুন ছিলো ,ধন্যবাদ।

 2 days ago 

এটা সত্য ভাই, পরিস্থিতি বুঝে কাজ করার চেষ্টা করেছি।

 yesterday 

ভাই আপনিও দেখছি আমার মত লোটোর ভক্ত। হ্যাঁ আমার ফোনেও কয়েকদিন ধরে এসএমএস আসছে কিন্তু পকেট শূন্য হা হা হা। মূলত ভাই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো সাইজ খুঁজে পাওয়া কষ্ট দেখা যাচ্ছে আপনার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে কিন্তু সেটা আপনার সাইজের নেই।

 19 hours ago (edited)

তবে এই ডিসকাউন্ট যদি একদম চলতি শীতের ভিতরে থাকতো তাহলে বেশি ভালো হতো।

শীত চলে গিয়েছে বলেই তো ওরা এতো ডিসকাউন্ট দিয়েছে ভাই। তবে ডিসকাউন্ট দিলে কেনাকাটার আগ্রহ কিন্তু বেশ ভালোই বৃদ্ধি পায়। যাইহোক জ্যাকেটটা আপনাকে বেশ মানিয়েছে ভাই। আশা করি পরবর্তী শীতে জ্যাকেটটা বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96349.36
ETH 2685.24
SBD 0.67