এরকম অবস্থাতে নিজেকে সুযোগসন্ধানী মানুষ বললে ভুল হবে ভাই। যেখানে যেমন পরিস্থিতি সেখানে আমাদের তেমনভাবেই তৈরি করে নিতে হবে নিজেকে। না হলে কিন্তু বিপদ। যাই হোক লোটো এর শোরুমে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট এর একটি দারুণ জ্যাকেট কিনেছেন দেখতে পাচ্ছি। পুরো পোস্ট এবং ভিডিওগ্রাফিটিও দারুন ছিলো ,ধন্যবাদ।
এটা সত্য ভাই, পরিস্থিতি বুঝে কাজ করার চেষ্টা করেছি।