সাধারণত যে সমস্ত প্রোডাক্টগুলো বাছাই হয়ে যায় মানে একটি লটের অনেক প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার পর যে কয়টি পড়ে থাকে সেগুলোই ডিসকাউন্ট সেল হিসেবে দিয়ে দেওয়া হয়। শপিনহ মলগুলোর এরকমই স্ট্রাটেজি। তবে আমাদের এদিকে চৈত্র মাসে যে সেল দেওয়া হয় সেখানে আলাদা করে জিনিসপত্র তৈরি হয় মানে ছেলের জিনিস আলাদা ভাবে উৎপাদন করা হয়।
আপনার পছন্দ না হওয়ার কারণ ওটাই। পছন্দ সেই জিনিসগুলো তো আগেই বিক্রি হয়ে গিয়েছে। তারপরেও কিছু জিনিস কিনেছে তা আপনার পকেট বাঁচিয়েছে।
এটা সত্য, বেশি পছন্দ হলে অনেকগুলো পয়সা খরচ হয়ে যেত।