কবিতা "ব্যর্থ ভালোবাসা"
Copyright-free Image source : Pixabay
কবিতা "ব্যর্থ ভালোবাসা"
💘
♡ ♥💕❤
এখনোও না আমি বিশ্বাস করতে পারছি না, জানো ?
আমি জানতাম ভালোবাসা হলো জীবন ।
অথচ, সেই জীবনের সমুদ্রে আজ আমি মৃত ।
আমি ভাবতাম আমাদের সম্পর্কটা
বুঝি উচ্ছল, উদ্দাম, বেপরোয়া ।
দুটি বাঁধনহারা ঝর্ণাধারা মিলিত হয়ে এক নদী হয়েছে ।
সেই নদীটির নাম "ভালোবাসা" ।
বড্ড ভুল ভাবতাম, জানো ?
আমাদের ভালোবাসার নদীটি আজ স্রোতহীন,
শ্যাওলা-কচুরিপানায় ভরা তার বুক ।
সোহাগের ময়ূরপঙ্খী আজ আর তার বুকে ভাসে না ।
ভালোবাসার নদীটির বুকে,
আজ আর কামনার ঢেউ জাগে না ।
শর্তের বেড়াজালে বন্দী আজ আমাদের ভালোবাসা;
নিকষ অমানিশার কালো আঁধার আমার টুঁটি চেপে ধরে,
চিৎকার করে বলতে যাই - আদর করবো, ভালোবাসি তোমায় ।
তখুনি শর্তের কালো রুমালে কণ্ঠরোধ হয় আমার ।
চুপি চুপি বলি তোমায়,
আমার না এখন জানো খুব ভয় করে !
একটা ভয়ের কালো হাত আমার মুখ চেপে ধরে ।
যখন বলতে যাই মুখ ফুটে,
বড্ড আদুরে গলায়,
একটু আদর করবে ? ভালোবাসবে আমায় ?
আমি এখন নিজেকে গুটিয়েই রাখি,
ধীরে ধীরে আমার চারপাশে শামুকখোল,
আজ জমছে একটু একটু করে ।
শেষরাতে ঝরে যাওয়া বকুলের মতো,
আরো একটি ব্যর্থ রাত ঝরে যায় আমার জীবন থেকে ।
আসলে কি জানো, আমি না কখনো
ভালোবাসার গভীরতাটা মাপতে যাইনি ।
তাই, আজ ব্যর্থ প্রেমিক আমি;
আমি বুঝতেই পারিনি আসলে,
ভালোবাসাটা কতটা গভীর হলে তবে তাকে প্রেম বলে !
♡ ♥💕❤
দাদা কি চমৎকার করে লিখেছেন। ভালোবাসার অন্তর্নিহিত না বলা কথাগুলো আপনার কবিতার মাঝে আপনি খুব চমৎকার করে বর্ণনা করেছে। কবিতা আমি খুব কম বুঝি আর কবিতার কঠিন কঠিন ভাষাগুলো মাথায় ঢুকতে চায় না। আমি শুধু কবিতার লাইনগুলো মুগ্ধ হয়ে পড়ছিলাম। শুধু এতোটুকু বুঝতে পেরেছি একজন ব্যার্থ প্রেমিকের মনের হাহাকার ও না পাওয়ার বেদনা টুকু।
ধন্যবাদ দাদা চমৎকার এই কবিতাটির জন্য।
Thank You for sharing Your insights...
দাদা ব্যর্থ ভালোবাসা কবিতাটি আমার এত বেশি ভাল লেগেছে যে আবেগ-অনুভূতির দিয়ে লিখে আপনাকে বোঝাতে পারবো না।বরং যতটুকু পারি আবৃত্তি করার চেষ্টা করছি।অনন্য অসাধারণ অনবদ্য ছিল আপনার এই কবিতাটি।♥♥
@tipu curate 8
Upvoted 👌 (Mana: 0/8) Get profit votes with @tipU :)
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ভালোবাসা গভীরতাটা মাপা খুব কঠিন। আবার কখন জানি মনের অজান্তেই মনে শ্যাওলা পড়ে যায় এবং সেখানে ভালবাসার আস্তে আস্তে কমে সেখানে আবর্জনার কচুরিপানা পড়ে ভরে যায়। একটা সময়ে ভালোবাসা একেবারেই হারিয়ে যায় যা কখনো প্রত্যাশায় ছিল না। দাদা আপনার কবিতাটিতে বুঝতে পারলাম সীমাহীন ভালোবাসা একটা সময় গিয়ে আস্তে আস্তে হালকা হয়ে যেতে থাকে। আপনার কবিতার মর্মার্থ গুলো খুবই কঠিন। জীবনের সত্য কথা গুলোই ফুটে উঠেছে। আমাদের সাথে এত সুন্দর একটা কবিতা ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালবাসা অবিরাম দাদা।
Thank You for sharing Your insights...
ভলোবাসা হৃদয়ের মূল ভিত্তি যেটা জীবনের বড় সুখ।তার বিপরীতে আছে বেদনা দুঃখ কষ্ট যেটা অপূর্ণতা দেয়। যে ভালোবাসা গভীরতা স্পর্শ করে না সেই ভালোবাসা টিকে থাকে না।দাদা আপনার লেখা কবিতা ব্যর্থতাকে স্মরণ করিয়ে দেয়। হৃদয়ে স্ফুরণ ঘটানো কবিতা। ❤️❤️❤️
আপনার কঠিন কবিতার গভীরতাও আমি বুঝতে পারিনা দাদা। তবে ব্যর্থ ভালোবাসা নিয়ে দারুণ কিন্তু লিখেছেন কবিতা ।ব্যর্থ ভালোবাসা বুঝি এমনই হয় ।অনেক ভালো লাগলো আমার কাছে নিচের লাইন দুটি
প্রিয় দাদা, আপনার কবিতাটির মুল ভাব আমি ঠিক মত বুঝতে পারিনি, তবে কবিতাটি ব্যর্থতায় ভরপুর, প্রিয় মানুষটি যখন দূরে চলে যায় তখন তার স্মৃতি গুলো এভাবেই ব্যর্থতার কথা মনে করিয়ে দেই, আবারও পূর্বের মত ভালোবাসতে ইচ্ছে করে, তবে তা কখনো সম্ভব হয়ে উঠে না, কারণ ঐযে দাদা কবিতায় বললেন কিছু বলতে গেলে কালো হাত মুখ চিপে ধরে।
দাদা আমি এতোটুকুই বুঝেছি, ভুল হলে ক্ষমা করবেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় দাদা।
Thank You for sharing...
জাস্ট অসাধারণ দাদা। কি বলবো ব্যর্থ ভালোবাসা কবিতা পড়ে আমি মুগ্ধ ভাষা হারিয়ে ফেলেছি কি লিখবো।ভালোবাসা মাপার যন্ত্র পাওয়া গেলে ভালোই হতো😉।তবে কি দাদা সত্যিকারের ভালোবাসা গুলোতে বিশ্বাস খুব কম থাকে।কারণ কেউ কাউকে হারাতে চাই না তাই সন্ধেহর বেড়াজালে বন্দী থাকে এই সীমাহীন ভালোবাসা গুলো।আপনার কবিতা পড়ে আমার ও কবিতা লিখতে ইচ্ছে করছে দাদা। ভালো ছিলো দাদা। ভালোবাসা নিবেন অবিরাম। ❤️❤️❤️
আসলে ব্যর্থ ভালোবাসা মানুষকে সব সময় পেইন দেয়। শুধু তারাই জানে যারা প্রেমে ব্যর্থ হয়েছে তাদের কত কষ্ট। অবশ্য জীবন চলার পথে একসময় সবই ভুলে যাওয়া যায়। কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো দাদা।
আপনার জন্য শুভকামনা রইল।