প্রিয় দাদা, আপনার কবিতাটির মুল ভাব আমি ঠিক মত বুঝতে পারিনি, তবে কবিতাটি ব্যর্থতায় ভরপুর, প্রিয় মানুষটি যখন দূরে চলে যায় তখন তার স্মৃতি গুলো এভাবেই ব্যর্থতার কথা মনে করিয়ে দেই, আবারও পূর্বের মত ভালোবাসতে ইচ্ছে করে, তবে তা কখনো সম্ভব হয়ে উঠে না, কারণ ঐযে দাদা কবিতায় বললেন কিছু বলতে গেলে কালো হাত মুখ চিপে ধরে।
দাদা আমি এতোটুকুই বুঝেছি, ভুল হলে ক্ষমা করবেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় দাদা।
Thank You for sharing...