দুটি বাঁধনহারা ঝর্ণাধারা মিলিত হয়ে এক নদী হয়েছে ।
সেই নদীটির নাম "ভালোবাসা" ।
দাদা কি চমৎকার করে লিখেছেন। ভালোবাসার অন্তর্নিহিত না বলা কথাগুলো আপনার কবিতার মাঝে আপনি খুব চমৎকার করে বর্ণনা করেছে। কবিতা আমি খুব কম বুঝি আর কবিতার কঠিন কঠিন ভাষাগুলো মাথায় ঢুকতে চায় না। আমি শুধু কবিতার লাইনগুলো মুগ্ধ হয়ে পড়ছিলাম। শুধু এতোটুকু বুঝতে পেরেছি একজন ব্যার্থ প্রেমিকের মনের হাহাকার ও না পাওয়ার বেদনা টুকু।
ধন্যবাদ দাদা চমৎকার এই কবিতাটির জন্য।
Thank You for sharing Your insights...