হঠাৎ কেনাকাটার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
হঠাৎ কেনাকাটা মূহুর্ত
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে মানুষের চাহিদার শেষ নেই। একটা চাহিদা শেষ হলে আর একটা চাহিদা এসে হাজির। আমাদের প্রতি নিয়ত কিছু না কিছু কেনাকাটা কাটার প্রয়োজন হয়। তবে সেই কোনাকাটা যদি হঠাৎ করে হয় তাহলে তো কথায় নেই। কয়েক দিন আগে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আসলে আসার পথে দেখলাম মার্কেট একেবারেই ফাঁকা। মাত্র সকালে খুঁলছে তাই ভাবলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে।আসলে ভীর না থাকলে কিনতে অনেক ভালো লাগে। তো চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রথমেই আমরা নিউ মার্কেটের ভিতরে গিয়ে দেখলাম একেবারে ফাঁকা। আসলে মাত্র সাড়ে নয়টা বাজে। তখন সব দোকান খোলা হয়নি।তারপর আমরা সোজা চলে গেলাম মার্কেটের দোতালায়। আসলে আমি একটি ব্যাগ কিনব। সেখানে গিয়ে দেখি অনেক দোকান বন্ধ রয়েছে। উনারা নাকি আরো পরে দোকান খোলে।
তারপর ব্যাগ কিনতে না পেরে চলে আসলাম বাচ্চাদের জন্য খেলনা কিনতে। আসলে মার্কেটের গেলে তাদের কিছু না কিছু খেলনা কিনি দিতে হবে । তবে তারা মাঝে মাঝে অনেক কম দামের খেলনা কেনে আমার মনে হয় আমি যতবার যায় কোন না কোন খেলনা না নিয়ে আসি না।তবে একবার কিনে আনলে সেই খেলনা দ্বিতীয় বার আর দেখা যায় না। এবার যেহেতু মার্কেট মাত্র খুলছিল তাই সামান্য দুটি খেলনা নিয়ে চলে এসেছি।
তারপর আমি দুটি উড়না কিনলাম। আসলে বেশির ভাগ সময় থ্রি পিস পড়া হয় তাই এমন উড়না কিনা হয় না। আসলে আমার ভাবির জন্য কিনতে গিয়েছিলাম। উড়না গুলোর যে এতো দাম বলার মতো নয়। তারপর দুটি মেক্সি কিনে চলে আসলাম। আসলে সব দোকান তেমন খোলেনি তাই ভালো করে ফটোগ্রাফি করতে পারিনি।উড়ানা মাত্র খোঁলছে। তবে কাস্টমার গেলে বিক্রি করছে। আবার কেউ কেউ ঝাড়ু দিচ্ছে ।
এখন চলে আসলাম খাতা কলম ও কসমেটিক এর দোকানে। আমি বাচ্চাদের জন্য কখনো দিস্তা কিনি না সব সময় বানানো খাতা কিনি। সেদিন দিস্তা গুলো দেখে অনেক ভালো লাগলো। তাই কিছু দিস্তা খাতা, কলম ও পেন্সিল কিনে নিয়ে আসলাম। তবে এনে পড়েছি মহাবিপদে মেয়ে দিস্তা খাতায় লেখে না। তারপর সাবান, শ্যাম্পু, পেস্ট ও তেল কিনে নিয়ে চলে আসলাম। আসলে হঠাৎ হলেই বেশ ভালোই কেনাকাটা করেছি। সবচেয়ে ভালো লেগেছে ভীর ছিল না বলে। যাইহোক জিনিস গুলো বেশ ভালোই কিনেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
সকালবেলা এমনিতেই মার্কেট ফাঁকা থাকে । আর সেই সময়ে দামের দিক থেকে কিছুটা কমও পাওয়া যায়। কারণ প্রত্যেক দোকানদারই চায় সকাল সকাল ভালো কোন কাস্টমারের হাতে বনি করতে।সেজন্য কিছুটা সেক্রিফাইস করেই সেল করে । যাইহোক অনেক কিছুই কিনেছেন দেখলাম, ওড়না,মেক্সি ও কসমেটিক দোকান থেকে প্রসাধনী সামগ্রী, বাচ্চার জন্য দিস্তা কাগজ। আসলে অনেক সময় দিস্তা কাগজ নিয়ে বাসায় যদি খাতা বানানো যায় সেটি আরো বেশি ভালো হয়। যাইহোক আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
জি ভাইয়া সকাল সকাল কিছু কিনলে দাম ও কম পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
জি সকাল সকাল মার্কেটে গেলে ভিড় কম থাকে আর সাচ্ছন্দ্য নিয়ে কেনাকাটা করা যায়। আপনি প্রতিবার বাজারে গেলে বাচ্চাদের খেলনা কিনে দেন এটা শুনে খুব ভালো লাগলো। আসলে বাচ্চাদের খেলনা অনেক পছন্দের। যাইহোক আপনার কেনাকাটার অনুভূতি বেশ ভালো লেগেছে।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
সকাল বেলা মার্কেট মাত্র খোলাতে ভীড় কম দেখলেন।তাই প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করতে গেলেন।অথচ আমাদের ঢাকার নিউ মার্কেটে সব সময়ই ভীড় লেগেই থাকে।অনেক কিছুই কিনলেন আপু।আমিও আমার ছেলেকে খাতাই কিনে দেই।তবে অনেক দিস্তা কাগজ একটু মোটা ধরনের হয়।সেটা পাওয়া গেলে আমিও কিনি।ধন্যবাদ আপু আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আসলে আপু ঢাকার শহর তো ঢাকার শহরই, আসলে আপ এখনকার বাচ্চারা দিস্তা খাতায় লিখতে চায় না ধন্যবাদ আপু।
শহরের দোকান গুলো একটু দেরিতেই খোলা হয়। ছবিগুলোর মধ্যেও ভিড় একদম কম দেখা যাচ্ছে। আমার জানামতে নিউমার্কেটে সকল জিনিসপত্রের দাম একটু বেশিই থাকে। যাইহোক ছোটবেলা কিন্তু আমি দিস্তা কাগজ ব্যবহার করতাম। আম্মু একদম ভালোমানের মোটা কাগজগুলোই নিতো।
আপু আমি ও করতাম তবে মেয়েকে প্রথম দিলাম কিন্তু লেখে না,ধন্যবাদ আপনাকে।
আসলে মার্কেটে ভিড় না থাকলে, কেনাকাটা করতে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। মার্কেটে ভিড় নেই দেখে, আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য গিয়েছিলেন এবং অনেক কিছুই কেনাকাটা করা হয়েছিল। বেশ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল সম্পূর্ণটা।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
আসলে আমাদের প্রত্যেকটা মানুষের অনেক রকমের চাহিদা রয়েছে। আমরা যত ই কেনাকাটা করি না কেন কখনোই আমাদের চাহিদা শেষ হয় না। একের পর এক চাহিদার সৃষ্টি হয়। আমরা প্রতিদিন কোন না কোন কিছু কেনাকাটা করলেও চাহিদা থেকে যায়। যাইহোক প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিনেছিলেন মার্কেট ফাঁকা দেখে। ভালো লাগলো পুরোটা আমার কাছে পড়ে।
আসলে আপু বাচ্চাদের নিয়ে গেলে না কিনে ফেরা যায় না, ধন্যবাদ আপু।
কেনাকাটার শেষ নাই আপু। একটা জিনিসের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেলে আবারো নতুন করে চাহিদার সৃষ্টি হয়। আপনি তো সকাল সকাল গেলেন ভালোই হলো। আসলে সকালে যে কোন কিছু জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু জ্যাম কম থাকে তাই জেনে শুনে ভালোভাবে দেখে নেওয়া যায়। তো অনেক কিছু কেনাকাটা করলেন ভালোই লাগলো।
জি আপু অনেক কিছু কেনাকাটা করেছি, আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।
আপনার কেনাকাটার মুহূর্ত বেশ ভালো লাগলো ।এত সকালে মার্কেট ঠিকমতো খুলে না তাই কখনো এত সকালে যাওয়া হয় নি।আপনি তো দেখছি ভালই ফাঁকা পেয়ে বেশ কেনাকাটা করলেন।বেশ ভালো ছিল ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, আপনার জন্য শুভকামনা রইল।
কেনাকাটার মুহূর্তগুলো বেশ সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সকাল সকাল অনেক কিছুই কিনেছেন দেখছি। বিকেলের তুলনায় সকালে মার্কেটে ভীড় কম থাকে। তখন নিজের পছন্দ মতো দেখে শুনে জিনিসপত্র কেনা যায়। আপনি দিস্তা কাগজ কিনেছেন শুনে খুব ভালো লাগলো। লেখাপড়া শেষ করেছি আমি তিন বছর আগে এখনো বাসায় এক রিম কাগজ পড়ে আছে। সকাল সকাল মার্কেটে গিয়ে নিজের পছন্দমত জিনিস কিনে বাসায় ফিরেছেন ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া অনেক কিছু কিনেছিলাম, ধন্যবাদ আপনাকে।