আসলে আমাদের প্রত্যেকটা মানুষের অনেক রকমের চাহিদা রয়েছে। আমরা যত ই কেনাকাটা করি না কেন কখনোই আমাদের চাহিদা শেষ হয় না। একের পর এক চাহিদার সৃষ্টি হয়। আমরা প্রতিদিন কোন না কোন কিছু কেনাকাটা করলেও চাহিদা থেকে যায়। যাইহোক প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিনেছিলেন মার্কেট ফাঁকা দেখে। ভালো লাগলো পুরোটা আমার কাছে পড়ে।
আসলে আপু বাচ্চাদের নিয়ে গেলে না কিনে ফেরা যায় না, ধন্যবাদ আপু।