সকালবেলা এমনিতেই মার্কেট ফাঁকা থাকে । আর সেই সময়ে দামের দিক থেকে কিছুটা কমও পাওয়া যায়। কারণ প্রত্যেক দোকানদারই চায় সকাল সকাল ভালো কোন কাস্টমারের হাতে বনি করতে।সেজন্য কিছুটা সেক্রিফাইস করেই সেল করে । যাইহোক অনেক কিছুই কিনেছেন দেখলাম, ওড়না,মেক্সি ও কসমেটিক দোকান থেকে প্রসাধনী সামগ্রী, বাচ্চার জন্য দিস্তা কাগজ। আসলে অনেক সময় দিস্তা কাগজ নিয়ে বাসায় যদি খাতা বানানো যায় সেটি আরো বেশি ভালো হয়। যাইহোক আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
জি ভাইয়া সকাল সকাল কিছু কিনলে দাম ও কম পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।