আমাদের বসন্ত উদযাপন
হ্যালো
সবাইকে বসন্তের শুভেচ্ছা এবং বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।ভালোবাসতে কোন দিবস লাগে না তবুও আমরা এই দিনটাকে পালন করে থাকি নিজের মত করে।তো আগে থেকেই ঠিক করা ছিল বিকেলে একটু শাড়ি পরে ছাদে উঠে কিছু ছবি তুলে সন্ধ্যায় বাহিরে খেতে যাব। আমার বাবুর আর বাবুর বাবার জন্য কম্বো ড্রেস ও কিনেছি।ছোট বোন এসেছিল বাসায় কিছুদিন আগে তো ও আর যায়নি আমাদের সাথে দিনটা পালন করবে বলে।
আমি মাকে ফোন করে বাসায় ডেকে নেই কারণ বাবুকে সামলানো আমাদের পক্ষে একটু কষ্ট হয়ে যাবে। আসলে আমি আর বাবুর বাবা থাকলে কোন সমস্যা হতো না। তখন ও বাবার কাছেই থাকতো। কিন্তু যেহেতু ছোট বোন আছে আর আমার ছেলে আমার ছোট বোন ছাড়া কিছুই বোঝে না। তো ও যদি শাড়ি পড়ে তাহলে বাবুকে কে সামলাবে। আমার কাছেও আসবে না। আর যদি আমার মা থাকে তাহলে ও সব সময় আমার মায়ের কাছে থাকবে। কারণ আমার মা থাকলে আর ওর কারো প্রয়োজন পড়ে না।
দুঃখের বিষয় হলো আমরা যখন রেডি হয়ে গেছি সবাই এমন সময় আমার বাড়ি থেকে ফোন আসে। যে মাকে বাড়ি যেতে হবে একটা খুবই দরকারি কাজে। তো আর কিছু করার নেই মনটা খুবই খারাপ হয়ে গেল। মা চলে যায় গেল। আমর মনটা খারাপ হওয়া সত্ত্বেও ছাদে গিয়ে কিছু ছবি তুললাম সবাই মিলে। এরপর এরপর সবাই মিলে আবার বাহিরে বের হয়ে গেলাম একটু ঘুরতে।
এরপর রিকশা নিয়ে এদিক সেদিক একটু ঘুরাঘুরি করে কিছু ফটোগ্রাফি করে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি। আমরা সাইডে রেস্টুরেন্ট গুলোতে গিয়েছিলাম কিন্তু সেগুলোতে এত ভিড় ছিল যাতে আমরা বাধ্য হয়ে পরে শহরের ভিতরে রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তারপর আমাদের পছন্দের একটি রেস্টুরেন্ট ছিল যেটার নাম চাটনি। এর আগে তো আমরা অনেক কয়বার গিয়েছি। এখানকার খাবারের মান খুবই ভালো। তো সেখানে গিয়ে আমরা অর্ডার সেট মেনু অর্ডার করি কারণ আমি রাত্রিবেলা যখন বাহিরে খাই তখন সব সময় চেষ্টা করি ভরাপেট কিছু খেতে। কারণ বাসায় এসে আবার রান্না করা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো বাবুর জন্য পাস্তা অর্ডার করেছিলাম। আমার বাবু এখানকার পাস্তা খুবই মজা করে খায়।
এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে বাসার সামনে এসে আমি একটা পানের খিলি খেয়েছিলাম। কারণ আমার কাছে পান খেতে বেশ ভালো লাগে। তারপর পান খেতে খেতে বাসায় চলে আসি।
তো এই ছিল আমার আজকের বসন্তের ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার মহূর্ত।এই দিনটি বারবার ফিরে আসুক প্রিয়জনদের সাথে কাটানোর জন্য। শুধুমাত্র একটি দিনের জন্যই নয় প্রত্যেকটা দিন যেন আমরা একে অপরকে ভালবাসতে পারি,ভালো সময় কাটাতে পারি।
সবার প্রথমে আপনাদের সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা। একইরকম ড্রেস পাড়াতে সবাইকে সত্যিই খুব ভালো লাগছে। আপনাদের ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনারা খুব ভালো সময় কাটিয়েছেন। এভাবে সব সময় হাসি আনন্দে থাকো আপনাদের পরিবার এই কামনা করি। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য।
দোয়া করবেন আপু যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে কি ভালোবাসার জন্য কি কোন দিন ক্ষণ বা তারিখ নির্দিষ্ট করার প্রয়োজন রয়েছে? আমার তা মনে হয় না। ভালোবাসতে মন লাগে, তার জন্য না প্রয়োজন কোন নির্দিষ্ট দিন, তারিখ বা সময়।ভালোবাসা দিবস কে ঘিরে বেশ ভালোই সময় কাটিয়েছেন।সবাইকে দেখতে খুবই মিষ্টি লাগছে।ভালোবাসা দিবসের মর্যাদা রেখে অফুরন্ত ভালোবাসায় ভেসে থাকার শুভকামনা জানাচ্ছি।❤️❤️❤️
ঠিক বলেছেন ভাবি ভালবাসতে কোন দিনক্ষণ লাগে না নির্দিষ্ট কোন তারিখ লাগে না। ভালবাসতে আসলে মনের দরকার পড়ে সেটা একদম পবিত্র সুন্দর মন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সবাইকে বসন্তের শুভেচ্ছা আপনাদের পুরো বছর যেন এভাবে বসন্তের মত কেটে যায় এই কামনা করি। বাহ! আপনারা তো সবাই একদম হলুদ হয়ে গেছেন বসন্তের রঙে।বাচ্চারা খালা আর নানীদেরকে ফেলে আর মায়েদের কোন খবর থাকে না।আপনারা তো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন আবার বাইরে যেয়ে খাওয়া দাওয়া করেছেন বেশ সুন্দর সময় কাটালে।ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু হলুদের মধ্যে বেশ ভালো লাগছে সবাইকে।
এমনি সময় বাবুকে সামলাতে কষ্ট হয় না। তবে শাড়ি পরলে নিজেকে সামলাবো নাকি বাবুকে সামলাবো বুঝে উঠতে পারি না। তাই বাধ্য হয়ে সবসময় মাকে ডাকতে হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আজ পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস যদিও প্রত্যেকটা দিন ভালোবাসা সবার জন্যই সমান। তবুও এই দিনকে কেন্দ্র করে অনেকেই সুন্দর মুহূর্ত উপভোগ করে। আপু এবং ভাই এবং ছোট্ট বাবু সব একসাথে দেখতে পেরে অনেক ভালো লাগলো। সুন্দর হলুদ রঙের পোশাক পড়ে খুবই সুন্দর লাগছে। আজকে দারুন একটা মুহূর্ত কাটিয়েছেন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
জ্বি আমরা খুবই ভালো সময় কাটিয়েছি একসাথে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
প্রথমেই আপনাদের পুরো পরিবারকে বসন্তের শুভেচ্ছা জানাই। এরপর বলবো শায়ান বাবু আর শুভ ভাইকে পাঞ্জাবিতে দারুন মানিয়েছে। সত্যি বলতে এধরনের কম্বো পোষাক আমার কাছেও বেশ ভালো লাগে। এরপর খাওয়াদাওয়া আর ঘুরা ঘুরি সবমিলিয়ে দারুন সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে।
অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার সময়টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
দোয়া রইল পুরো পরিবারের জন্য।
জ্বি ভাইয়া খাওয়া-দাওয়া ঘোরাঘুরি সবমিলিয়ে ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
হলুদ পাঞ্জাবী পরে শুভ ভাইয়াকে আর আপনাকে আপু মানিয়েছে। বসন্তের শুরুটা তাহলে ভালো ভাবেই উদযাপন করেছেন। তবে আপনার মা থেকে গেলে আরও ভালোভাবে হয়তো উপভোগ করতে পারতেন। চাটনি রেস্টুরেন্ট এর খাবারের মানও ভালো তাহলে।
যাক আপু, বসন্তের শুভেচ্ছা 🌼🦋
জ্বী ভাইয়া অনেক ভালো সময় কেটেছে তবে মা থাকলে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
শুরুতেই জানাই সবাইকে বসন্তের শুভেচ্ছা। ভালোবাসার জন্য প্রয়োজন শুধু একটি মন। তার জন্য নির্দিষ্ট কোন দিন ক্ষন এর প্রয়োজন হয় না।বসন্ত উদযাপনে আপনার বাইরে খাওয়া দাওয়া করেছেন এবং খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি তুলেছেন। হলুদ পাঞ্জাবি শাড়িতে আপনাদেরকে অনেক সুন্দর লাগছে। খুব সুন্দর ভাবে আপনারা বসন্ত উৎযাপন করেছেন দেখে ভালো লাগলো।
আপনাকেও বসন্তের শুভেচ্ছা রইল। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন আপু আপনি ভালবাসতে হলে কোন দিবস লাগে না প্রত্যেক দিনই ভালোবাসা যায়। আপু আপনারা তো অনেক সুন্দর ভাবেই বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করেছেন। ভাইয়ার হলুদ পাঞ্জাবি বাবুর হলুদ পাঞ্জাবি আপনার শাড়ি সবকিছুই বেশ ভাল ছিল আপনাদের ভালবাসা উদযাপন ও বসন্ত উৎযাপন বেশ দারুন ছিল। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য পোষণ করার জন্য।
ওয়াও আপু হলুদে যেন ভরপুর বাব-বেটা ৷ যদি আপনিও হলুদ শাড়ি পড়তেন অনেক ভালো লাগতো ৷ যা বসন্তের শুভেচ্ছা ৷ সবাই মিলে ছাদে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন ৷ এরপর রেস্টুরেন্টে সব মিলে দিনটি অনেক ভালো কাটিয়েছেন ৷ যা বোঝাই যায় ৷
জ্বী ভাইয়া সব মিলিয়ে দিনটি খুব ভালোই ছিলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।