সবাইকে বসন্তের শুভেচ্ছা আপনাদের পুরো বছর যেন এভাবে বসন্তের মত কেটে যায় এই কামনা করি। বাহ! আপনারা তো সবাই একদম হলুদ হয়ে গেছেন বসন্তের রঙে।বাচ্চারা খালা আর নানীদেরকে ফেলে আর মায়েদের কোন খবর থাকে না।আপনারা তো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন আবার বাইরে যেয়ে খাওয়া দাওয়া করেছেন বেশ সুন্দর সময় কাটালে।ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু হলুদের মধ্যে বেশ ভালো লাগছে সবাইকে।
এমনি সময় বাবুকে সামলাতে কষ্ট হয় না। তবে শাড়ি পরলে নিজেকে সামলাবো নাকি বাবুকে সামলাবো বুঝে উঠতে পারি না। তাই বাধ্য হয়ে সবসময় মাকে ডাকতে হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।