আসলে কি ভালোবাসার জন্য কি কোন দিন ক্ষণ বা তারিখ নির্দিষ্ট করার প্রয়োজন রয়েছে? আমার তা মনে হয় না। ভালোবাসতে মন লাগে, তার জন্য না প্রয়োজন কোন নির্দিষ্ট দিন, তারিখ বা সময়।ভালোবাসা দিবস কে ঘিরে বেশ ভালোই সময় কাটিয়েছেন।সবাইকে দেখতে খুবই মিষ্টি লাগছে।ভালোবাসা দিবসের মর্যাদা রেখে অফুরন্ত ভালোবাসায় ভেসে থাকার শুভকামনা জানাচ্ছি।❤️❤️❤️
ঠিক বলেছেন ভাবি ভালবাসতে কোন দিনক্ষণ লাগে না নির্দিষ্ট কোন তারিখ লাগে না। ভালবাসতে আসলে মনের দরকার পড়ে সেটা একদম পবিত্র সুন্দর মন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।