You are viewing a single comment's thread from:

RE: একটি শিক্ষিত শৈশব ভবিষ্যতের ভিত্তিস্তর নির্মাণে সহায়ক!(An educated childhood helps build the foundation for the future!)

in Incredible India23 days ago

@samima1 ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়ে এত সুন্দর মন্তব্যের জন্য।

আসলেই তো তাই! একটি মুহূর্ত ফুরিয়ে গেলে আর ফিরে আসবে না, এই চরম সত্য জেনেও অধিক মানুষ দৈনন্দিন জীবনের বেশকিছু সময় অপচয় করেন প্রতিদিন!

আমি এমন একটি পরিবারে বেড়ে উঠেছি, যেখানে নিজের পায়ে দাঁড়াতে হবে জীবনে এই শিক্ষায় আমাদের হাতে খড়ি হয়েছে।

সেখানে ঐ সংসার করতে হবে বলে লেখাপড়া বাদ দিয়ে রান্না শেখায় কেউই বিশ্বাসী নয়।
তারমানে তারা সেটা জানে না, এমনটা নয়, আসলে নিজের পরিচিতি তৈরির শিক্ষা প্রাধান্য পায় বেশি এই আর কি!

আর যেটাকে আপনি গল্প বলে উল্লেখ করেছেন, সেটা সত্যি ঘটনা। আমার মনে হয় যেকোনো বিষয় দৃঢ়তা থাকাটা সবচাইতে বেশি প্রয়োজন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96099.77
ETH 2638.41
USDT 1.00
SBD 2.65