You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem | The Diary game 10, December |

in Incredible India25 days ago

@sayeedasultana শেষ ভালো যার সব ভালো, কাজেই দিনশেষে জন্মদিন পালন করতে পারা এবং আপনার স্বামীকে উপহারস্বরূপ স্বযত্নে আপনার হাতের ছোঁয়া দিনটিকে একটি অন্য মাত্রা দিয়েছে।

চলার পথে জীবন ভিন্ন অভিজ্ঞতা দিয়ে আমাদের নিয়ে যায় এটা বোঝাতে সম্পর্ক কতখানি মূল্য রাখে আমাদের জীবনে।

তাই খারাপ লাগা গুলোকে পাশে নিয়ে তাদের জন্য বাঁচতে হয়, যারা সংগোপনে কিছু আশা নিয়ে আমাদের পথ চলায় পাশে থাকেন।

যদিও বেশ দেরি করে ফেললাম আপনার লেখায় নিজের মন্তব্য প্রকাশ করতে, তবে আমার পক্ষ থেকে আপনার বেটার হাফ কে জন্মদিনের অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি।

আশাকরি, এই বার্তা আপনি আমার পক্ষ থেকে ওনাকে পৌঁছে দেবেন। আপনাদের আগামী পথচলা সুগম এবং সুদীর্ঘ হোক এই কামনা করি। ভালো থাকবেন সবসময়।

Sort:  
 24 days ago 

'চলার পথে জীবন ভিন্ন অভিজ্ঞতা দিয়ে আমাদের নিয়ে যায় এটা বোঝাতে সম্পর্ক কতখানি মূল্য রাখে আমাদের জীবনে।'আপনার লেখা এই লাইনটা পড়ে আমি চিন্তা করতেছিলাম যে, আসলেই কতটা বাস্তবতা আপনি তুলে ধরেছেন এই দুটো লাইনের মাঝে।
একদমই ঠিক বলেছেন যে, আমাদেরকে সব কস্ট পাশে ফেলে বাচতে হয় আমাদের পাশে থাকা মানুষগুলোর জন্য।
তবে দেরিতে হলেও আরো একটা জিনিস আমি বুঝতে শিখেছি যে অন্যদের সাথে সাথে নিজেকে ভালো রাখাটাও জরুরি সব দুঃখ -কস্টকে পাশে ফেলে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে আমার স্বামীকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। সে-ও আপনাকে ধন্যবাদ জানাতে বলেছে।
আমারও আপনাকে রিপ্লাই দিতে দেরি হয়ে গেল।গতরাতেই আমি আপনার কমেন্ট দেখেছিলাম কিন্তু বাইরে ছিলাম তখন।ভেবেছিলাম বাসায় গিয়ে রিপ্লাই দিব কিন্তু পরে ভুলে গিয়েছিলাম।
ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.045
BTC 101828.29
ETH 3672.80
SBD 2.56