You are viewing a single comment's thread from:
RE: Better Life With Steem | The Diary game 10, December |
'চলার পথে জীবন ভিন্ন অভিজ্ঞতা দিয়ে আমাদের নিয়ে যায় এটা বোঝাতে সম্পর্ক কতখানি মূল্য রাখে আমাদের জীবনে।'আপনার লেখা এই লাইনটা পড়ে আমি চিন্তা করতেছিলাম যে, আসলেই কতটা বাস্তবতা আপনি তুলে ধরেছেন এই দুটো লাইনের মাঝে।
একদমই ঠিক বলেছেন যে, আমাদেরকে সব কস্ট পাশে ফেলে বাচতে হয় আমাদের পাশে থাকা মানুষগুলোর জন্য।
তবে দেরিতে হলেও আরো একটা জিনিস আমি বুঝতে শিখেছি যে অন্যদের সাথে সাথে নিজেকে ভালো রাখাটাও জরুরি সব দুঃখ -কস্টকে পাশে ফেলে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে আমার স্বামীকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। সে-ও আপনাকে ধন্যবাদ জানাতে বলেছে।
আমারও আপনাকে রিপ্লাই দিতে দেরি হয়ে গেল।গতরাতেই আমি আপনার কমেন্ট দেখেছিলাম কিন্তু বাইরে ছিলাম তখন।ভেবেছিলাম বাসায় গিয়ে রিপ্লাই দিব কিন্তু পরে ভুলে গিয়েছিলাম।
ভালো থাকবেন সবসময়।