RE: ভরসা বিক্রিত নয়, উপার্জিত। We can't buy trust, it only can be earned!
@mdsahin111 তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, এসব এর উপরে সম্পর্ক নির্ভর করে বলে আমি মনে করি না!
আমার কাছে ভরসা মানে একটি মানুষের শৈশব থেকে বেড়ে ওঠার পরিবেশ এবং তার স্বভাব এর উপর বর্তায়।
কাজেই, যারা যেগুলো দেখেছে সেগুলো শিখেই বড় হয়েছে এবং অন্যের সাথে সেই ভাবেই আচরণ করে যাবে আমরণ।
এরা হলো সেই সারমেয় দের লেজ যাদের হাজার বছর সোজা পাইপ এর ভিতরে রাখলেও বাঁকাই থেকে যাবে।
কথায় আছে যার নয় তে হয়না, তার নব্বইতে হবে না, গোড়ায় গলদ কখনোই পরিবর্তন করা যায় না।
তাই আমি এই বিষয়ে আপনার সাথে কিয়দংশ ভিন্ন মানসিকতা ধারণ করি।
আর, আমি বিশ্বাস করি এটা আমার কর্ম আগেও বহু লেখায় উল্লেখিত, আর যারা সেটা ভঙ্গ করে সেটা তাদের কর্ম এখানে কোনো তৃতীয় পক্ষকে দোষারোপ করতে আমি রাজি নই।
আমি তো জল নই, যখন যে পাত্রে রাখা হবে তার আকার ধারণ করবো, তাই কোনো পক্ষ আমার ব্যক্তিত্বের পরিবর্তন করতে পারে না, তাই বলে তার প্রতিফলন অন্যদের প্রভাবিত করবে না সেটা শতভাগ নিশ্চিত হয়ে বলা যায় না।
বরঞ্চ, সেই মানুষের ভিড় অধিক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।