RE: ভরসা বিক্রিত নয়, উপার্জিত। We can't buy trust, it only can be earned!
বরাবরের মত বলবো আপনার লেখার মাধুর্য এবং গভীরতার তুলনা হয় না। কিছু কিছু লেখা পড়তে সময় লাগলেও বুঝতে অসুবিধা হলেও কেন যেন পড়তে ভালই লাগে। কেননা অতিরিক্ত জ্ঞানী মানুষের ভাষা গুলো একটু কঠিন হয়। ভাষা বলতে বোঝাতে চেয়েছি শব্দ চয়ন।
আমার ব্যক্তিগত মত অনুযায়ী মানুষের জীবন অনেকটাই নদীর মতো , নদীর যেমন এককুল ভাঙ্গে তেমনি আরেক কুল গড়ে। তেমনি যে মানুষের সাথে আপনার এখন খুব ভালো সম্পর্ক রয়েছে কিছুদিন পরে সে সম্পর্কে ফাটল ধরতে পারে। বিশ্বাস দুজনের মধ্য দিয়েই গড়ে ওঠে তবে তৃতীয় পক্ষ সেখানে এসে গেলে সেই সম্পর্ক আর আগের জায়গায় ফিরে যায় না।
প্রকৃতপক্ষে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনের ইচ্ছাশক্তি খুবই প্রয়োজন। একজন যদি অনিহার চোখে দেখে আর একজন যদি সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে তাহলে সেই সম্পর্ক আর জোড়া লাগবে না ।
একটা পরিবার সেটা ব্যাক্তি জীবন তথা কর্ম জীবন দু'ক্ষেত্রেই গঠিত হয় ভরসা তথা বিশ্বাসকে কেন্দ্র করে।
এটা আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটা সম্পর্কই গড়ে ওঠে ভরসা এবং বিশ্বাকে ভর করে। যতদিন তার প্রতি আপনার বিশ্বাস থাকতে সেই ব্যক্তিটা ভরসা পাবে । তার প্রতি আপনার বিশ্বাস উঠে গেলে সে ভরসার জায়গা হারিয়ে ফেলবে।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন।
@mdsahin111 তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, এসব এর উপরে সম্পর্ক নির্ভর করে বলে আমি মনে করি না!
আমার কাছে ভরসা মানে একটি মানুষের শৈশব থেকে বেড়ে ওঠার পরিবেশ এবং তার স্বভাব এর উপর বর্তায়।
কাজেই, যারা যেগুলো দেখেছে সেগুলো শিখেই বড় হয়েছে এবং অন্যের সাথে সেই ভাবেই আচরণ করে যাবে আমরণ।
এরা হলো সেই সারমেয় দের লেজ যাদের হাজার বছর সোজা পাইপ এর ভিতরে রাখলেও বাঁকাই থেকে যাবে।
কথায় আছে যার নয় তে হয়না, তার নব্বইতে হবে না, গোড়ায় গলদ কখনোই পরিবর্তন করা যায় না।
তাই আমি এই বিষয়ে আপনার সাথে কিয়দংশ ভিন্ন মানসিকতা ধারণ করি।
আর, আমি বিশ্বাস করি এটা আমার কর্ম আগেও বহু লেখায় উল্লেখিত, আর যারা সেটা ভঙ্গ করে সেটা তাদের কর্ম এখানে কোনো তৃতীয় পক্ষকে দোষারোপ করতে আমি রাজি নই।
আমি তো জল নই, যখন যে পাত্রে রাখা হবে তার আকার ধারণ করবো, তাই কোনো পক্ষ আমার ব্যক্তিত্বের পরিবর্তন করতে পারে না, তাই বলে তার প্রতিফলন অন্যদের প্রভাবিত করবে না সেটা শতভাগ নিশ্চিত হয়ে বলা যায় না।
বরঞ্চ, সেই মানুষের ভিড় অধিক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।