Incredible India monthly contest of January #1|Goal that I want to achieve in 2025.
Today is the last date to participate in the community contest
POST LINK
I am here to share my viewpoint on the subject.
Before that, let me invite @m-fdo, @deepak94 and @baizid123 to participate in this contest.
Now, it's my turn!
So stay tuned, and don't forget to share your comments!
Share the purpose you set for 2025! |
---|
I Want to gather the nectar of knowledge in 2025 |
---|
We all enter this world with a distinct purpose—this is a truth we can’t ignore. Until we confront certain experiences, we remain bound to this life. Some people discover their purpose quickly, while others take a bit longer, but that’s all part of the journey.
Before I share my own purpose, let’s talk about the power of setting goals. Those who wander through life without clear aims often fail to recognize that life is a unique opportunity. Beyond simply fulfilling our obligations to loved ones, we must focus on creating our own identities—not for the sake of fame, but for our own dignity and satisfaction.
1. When we engage in unlawful acts.
2. When we dedicate ourselves to selfless endeavours.
Recently, I’ve been feeling a strong pull to move to a place where I can make a real difference in the lives of those in need. This deep desire to serve is driving me to take action. I want to ensure that my contributions go beyond financial support; I aim to be present and engaged.
My purposes are deeply interconnected, which is why I am committed to this platform, sharing consistently and tirelessly. I will continue my journey with unwavering determination.
This year, my objective is to strengthen my assignment and assert my authority, particularly in response to previous disrespect from certain individuals.
I firmly believe that any accomplishments achieved through diligent effort will constitute my genuine success;
I neither seek nor will I solicit help from others. I am committed to following my principles and maintaining integrity while entrusting the outcomes to a higher power.
Which things have you decided not to repeat this year? |
---|
Sometimes we realise our mistakes when we continue our journey with known or unknown people |
---|
- Prioritizing professionalism over an overly friendly demeanour is key.
In the professional realm, many fail to recognize the value of a friendly approach!
We are all adults capable of making our own choices, so I will refrain from interfering in others' decisions. Our intentions in guiding or assisting each other are genuinely selfless.
I choose not to allow everyone into my personal space.
Emotions can easily become topics of idle conversation, and some enjoy embellishing them! It's the unvarnished truth!
Do you believe mistakes are the best teachers to rectify ourselves? Justify. |
---|
We must rectify and work on our mistakes with time! |
---|
We tend to appreciate the value of things more acutely when we experience loss, which often arises from mistakes. Life reflects the principles of Newton's third law: the decisions made today have corresponding results tomorrow.
Moreover, it is through our errors that we commonly gain insights into the nature of individuals, situations, and choices. Therefore, it is imperative that we learn from our mistakes rather than perpetuate them.
The process of learning is paramount; it is preferable to remain a student rather than consider oneself a master. This mindset fosters a continuous thirst for knowledge. Often, we fail to appreciate the value of what we have until we no longer possess it.
As I have learned throughout my life experiences, life serves as a stringent teacher. There is little leniency until one acknowledges and rectifies their mistakes.
From my journey, I have come to understand the significance of unwavering honesty and the necessity of listening to one’s intuition in matters of charity, while simultaneously employing rational thought in personal decision-making.
That's all from my side! Stay blessed and honest!
আমি আগেও অনেক বার বলেছি, আপনি অনেক চমৎকার লেখেন! যা অতুলনীয় যা শিক্ষণীয় প্রতিটা মানুষের জীবনের জন্যই প্রয়োজন। কেননা আপনি যা লেখেন তা বাস্তব জীবনের শিক্ষা থেকে পেয়ে! আমাদের সাথে শেয়ার করেন, আজকের এত সুন্দর একটি কনটেস্টে আপনি অংশগ্রহণ করে! ইনক্রেডিবল কমিউনিটির, আমাদের মতন নতুন পাঠকদের মনের ভিতর আরো আগ্রহ জাগিয়ে তুললেন, সামনের দিনগুলো আমাদের কিভাবে চলা উচিত। নিউটনের তৃতীয় সূত্র বলা হয়েছিল! প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে,
এই পৃথিবীর মানুষদের আমরা যা কিছু দেবো, তার প্রতিক্রিয়া অবশ্যই ঘটবে! ভালো হোক, আর মন্দ হোক, এইটা চিরন্ত সত্য, সৃষ্টিকর্তার কাছে সবাই সমান।
আপনার পোস্টটি পড়ে একটা বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে। মানুষ,মানুষকে মনে করে দুইটা কারণে, একটি হলো নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করা আর অপরটি হল মানুষের সাথে খারাপ কাজ করে। এই দুই লাইনের কথা গুলোর মধ্যে মানুষের আচার ব্যবহার ও মূল্যবোধ ইত্যাদি সব কিছুই তুলে ধরেছেন !যা পোস্টটিকে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে।
আমি আপনার উপরের এই কথাটুকু একমত পোষণ করি, আমাদের সবারই উচিত এই বিষয়গুলি মেনে চলা! তাহলেই তো জীবন আলোর পথ খুঁজে পাবে । আপনাকে ধন্যবাদ দিদি, এত সুন্দর ভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Curated by : @miftahulrizky
Thank you @miftahulrizky Sir for supporting me 💕
@mdsuhagmia প্রথমেই আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ছাত্রাবস্থায় নিশ্চই দেখেছেন, শিক্ষক শিক্ষিকাদের নজর প্রথম সারি আর শেষের সারিতে বসা স্টুডেন্টদের উপরেই বেশি থাকতো।
তারা জানতেন এক দল স্কুলের নাম উজ্জ্বল করবে, আরেক দল যারা কেবলমাত্র গল্প করতেই ক্লাসে আসে।
মাঝের দিকে নজর খুব কম পড়ে। যদি আপনার খাবারের টেবিলে দুটো জলের বোতল থাকে, দেখবেন প্রথমে রাখা বোতলে আপনার হাত আগে যাবে, প্রথমটা ডিঙিয়ে দ্বিতীয় টায় নয়।
জীবনটাও সেরকমটাই, হয় খুব ভাল করে সবার থেকে ভিন্ন হয় কেউ, আবার কেউ খুব খারাপ কাজ করে।
কর্মের ভিত্তিতে মনে থাকে দুপক্ষই।
আমার কমেন্টের প্রেক্ষাপটে অনেক সুন্দর ভাবে। উদাহরণের মাধ্যমে উত্তর দিয়েছেন। আমি এই আশাই করি, ভবিষ্যতে আমার জন্য মঙ্গল কিছু নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে দিদি।
Twitter share:-
https://x.com/SunitaD88779200/status/1879238168597422286?t=eaFhjuuReXFO9veShIiSLA&s=19
Curated by : @miftahulrizky
দিদি, আপনার লেখা সবসময়ই অনুপ্রেরণাদায়ক এবং চিন্তা-উদ্রেককারী হয়। জীবনের লক্ষ্য, আত্মউন্নতি, এবং ভুল থেকে শেখার প্রয়োজনীয়তা নিয়ে আপনার বিশ্লেষণ সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। নিজের পরিচয় তৈরি এবং সমাজের জন্য কাজ করার এই মানসিকতা অন্যদেরও অনুপ্রাণিত করবে। প্রতিটি শব্দে আপনার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি গভীরভাবে প্রতিফলিত হয়েছে। আপনার এই যাত্রা সফল হোক, আর আমরা সবাই আপনার কাছ থেকে আরও এমন দিকনির্দেশনা এবং প্রেরণা লাভ করি। শুভকামনা ও ভালোবাসা রইল।
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
প্রতিটা মানুষের জীবনের সমাজ এবং পরিবার ছাড়াও তার নিজের একটা জীবন আছে। আমরা শুধুমাত্র আমাদের পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে নিজেদের জীবন সম্পর্কে অনেক কিছুই ভুলে যায়। নিজেরা কখন হেসেছিলাম সেই কথাটাও ভুলে যাই, কিন্তু দিনশেষে একটা জিনিস আমরা বুঝতে পারি আমি আমার ছাড়া আমার আর কেউ নাই। এই কথাটা যেদিন বুঝতে পারবেন সেদিন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না।
আসলে দিদি প্রতিনিয়ত মানুষ আমাদেরকে ঠকাচ্ছে কিছু মানুষ এমন ভাবে অপমান করছে। যেটা বলে বোঝানো সম্ভব না। আমার কাছে মনে হয় আমি যদি ভুল করি তাহলে সরাসরি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু কেউ যদি আমাকে তার নিজের ভুলের জন্য দোষারোপ করে। তাহলে আমি তার কাছে কখনোই ক্ষমা চাইবো না। আপনার কথার সাথে আমিও সহমত পোষণ করছি বিশ্বাস করাটা আমাদের ধর্ম, যে বিশ্বাস ভঙ্গ করে সেটা তার কর্ম।
কারো কাছে কোন কিছু প্রত্যাশা করার চাইতে নিজের কর্মের উপর নির্ভর করাটা অনেক বেশি প্রয়োজন। কারণ আপনার কর্ম আপনার সফলতা এনে দিতে কার্যকরী ভূমিকা পালন করবে। কারো কাছে প্রত্যাশা করলে আপনি দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। ২০২৫ সালে যে বিষয়গুলো আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। সেগুলো অবশ্যই আপনার পূরণ হোক এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে। ভালো থাকবেন।
@rubina203 জীবনের অঙ্কটা বই খাতার অঙ্কের চাইতে খানিক পৃথক, আপনি চাইলে বই খাতার অঙ্ক অনেক পদ্ধতিতে সমাধান করতে পারবেন।
সেটা আলাদা বিষয় কিছু অঙ্ক মিলবে আবার কিছু অঙ্কে অবশিষ্ট থেকে যাবে।
রইলো জীবনের অঙ্কের বিষয়, এক্ষেত্রে অঙ্ক কষা আমাদের ধর্ম কিন্তু অবশেষে সেটা মিলবে কি মিলবে না তার দায়ভার সৃষ্টিকর্তা উপরে।
সমস্যা হল, বেশিরভাগ ক্ষেত্রেই জীবনের অঙ্ক কষতে বসে মানুষ আগে মিলানোর চিন্তা করেন, ফলস্বরূপ অঙ্কে মন কম আর ফলাফলের চিন্তায় বেশি সময় ব্যতীত হয়!
আর এখানেই সমস্যা সৃষ্টির সূত্রপাত। আমাদের উচিত সর্বাগ্রে নিজেকে ভাল রাখা, উন্নত করা।
সকলকে খুশি করা কখনোই সম্ভব নয়, তাই যে কাজে বিবেক সায় দেয় আর সৃষ্টিকর্তা খুশি হন, সে পথে হাঁটাই শ্রেয়।
মানুষের নালিশের অন্ত নেই, এমনকি তারা সৃষ্টিকর্তাকেও দোষারোপ করতে পিছপা হন না! মানুষ তো কোন ছাড়! কাজেই, সব কথা গায়ে না মাখাই ভালো।